ক্রীড়া ডেস্ক

  ০১ অক্টোবর, ২০২৪

বৃষ্টিতে ভেসে গেল ইংল্যান্ডের স্বপ্ন

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় অস্ট্রেলিয়ার। পরের দুই ম্যাচে পাল্টা জবাব দিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ দাঁড়ায় ২-২ সমতা। ইংলিশরা আশা জাগায় সিরিজ জয়ের। কিন্তু ব্রিস্টলে শেষ রক্ষা হলো না তাদের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিলো সফরকারী অস্ট্রেলিয়া। গত রবিাবর রাতে অলিখিত ফাইনালে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দুই বল বাকি থাকতে ৩০৯ রানের গুটিয়ে যায় ইংলিশরা। কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ২০.৪ ওভারে দুই উইকেটে ১৬৫ রান করে। পরে বৃষ্টির কারণে আর বল গড়ায়নি মাঠে।

ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২০.৪ ওভারে ১১৭। এ সময় অজিরা করেছে ৪৯ রান বেশি। মূলত টপ অর্ডার দ্রুতগতিতে রান তোলায় বৃষ্টি তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। ম্যাথু শর্ট ৩০ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার সঙ্গী ট্রাভিস হেড ২৬ বলে তোলেন ৩১ রান। এ দুজনের তাণ্ডবে প্রথম সাত ওভারে বিনা উইকেটে ৭৮ রান করে অস্ট্রেলিয়া। দলীয় শতকের আগে-পরে সাজঘরে ফেরেন অজি দুই ওপেনার। পরে ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ ৪৮ বলে ৩৬ ও জশ ইংলিস ২০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। তবে অলরাউন্ডিং পারফর্ম করা হেড হন ম্যাচসেরা। ব্যাট হাতে খুব বেশি রান করতে না পারলেও অস্ট্রেলিয়ান ওপেনার আলো ছড়িয়েছেন বোলিংয়ে। ম্যাচে অজিদের ৮ নম্বর বোলার ২৮ রানে নেন ৪ উইকেট। হেডের কারণেই ইংল্যান্ডের সংগ্রহ পাহাড়সম হয়নি। প্রথম ২৫ ওভারে ২০০ পার করা ইংলিশরা পরের ২৪.২ ওভারে ৭ উইকেটে তোলে স্রেফ ১০৭ রান। ইংল্যান্ডের বাকি ছয় উইকেট সমান ভাগে ভাগ করে নিয়েছেন অ্যারন হার্ডি, অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল। তবে ম্যাচ ও সিরিজ দুটোরই সেরার পুরস্কার পেয়েছেন হেড। তার অলরাউন্ডিং পারফরম্যান্সে বিফলেই গেল ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরিটা। ৯১ বলে ১০৭ রান করেন ডাকেট।

ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যারি ব্রুক এদিনও জ্বলে ওঠেন। ৫২ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এছাড়া ওপেনার ফিলিপ সল্ট ২৭ বলে ৪৫ ও আদিল রশিদ ৩৫ বলে ৩৬ রানে আউট হন। অথচ ইংলিশদের ইনিংসের শুরুর দিকে মনে হচ্ছিল ৪০০ ছাড়িয়ে যাবে তারা। কিন্তু শেষ দিকে কমে এলো রানের গতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close