ক্রীড়া প্রতিবেদক
অক্টোবরে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় খবর হলো দক্ষিণ আফ্রিকা সফরে আসছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আফ্রিকানদের আসার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে সিরিজের সূচিও প্রকাশ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ?শুরু হবে প্রথম টেস্ট। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
১৯ দিনের এ সফরে কেবল টেস্ট সিরিজই খেলবে প্রোটিয়ারা। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ৩ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে দক্ষিণ আফ্রিকা। আপাতত আফ্রিকান দলটি আছে সংযুক্ত আরব আমিরাত সফরে। মরুর দেশে অবশ্য সময়টা ভালো কাটছে না প্রোটিয়াদের। কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে তারা। রবিবার রাতে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আবার আয়ারল্যান্ডের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা।
গত মাসের শুরুতে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে অস্থিরতা দেখা দেয়। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে সরে যায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৃহস্পতিবার আরব আমিরাতে শুরু হবে আইসিসির এ টুর্নামেন্ট। অনিশ্চয়তা জেগেছিল দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর নিয়েও। এ মাসেই প্রোটিয়াদের চার সদস্যের পর্যবেক্ষক দল ঢাকায় এসেছিল। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়। যদিও বৃষ্টির সহায়তা ছিল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতে প্রোটিয়ারা। আর ওয়ানডে সিরিজ বাংলাদেশ জয় পায় ২-১ ব্যবধানে।
"