ক্রীড়া প্রতিবেদক

  ০১ অক্টোবর, ২০২৪

মাশরাফির বিরুদ্ধে শেয়ার জবরদখলের অভিযোগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের শেয়ার জোরপূর্বক দখলের অভিযোগে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা করেছেন এক প্রবাসী। রাজধানীর মিরপুরের পল্লবী থানায় সারোয়ার গোলাম চৌধুরী নামে ওই প্রবাসী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে সিলেট স্ট্রাইকার্স কিনে নেওয়ার সময় সারোয়ার দলটির চেয়ারম্যান ছিলেন। তিনি অভিযোগ করেন, সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক মাশরাফি ও তার লোকজন ২০২৩ সালে জোরপূর্বক ৪.৫ কোটি টাকা মূল্যের শেয়ার দখল করে নেয়।

এমনকি, শেয়ারের টাকা পরিশোধ না করে সারোয়ারকে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বর্তমানে রাজনীতিতে সক্রিয়। ২০১৮ সালের সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে জয়ী হন। ২০১৯ সালে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হন এবং ২০২২ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close