ক্রীড়া প্রতিবেদক
বিসিবিকে তামিমের পরামর্শ
২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। আইসিসির ইভেন্টে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। এরপর অবশ্য সামনের দিকে আগানোর কথা থাকলেও গত ৭ বছরে টাইগাররা আইসিসির কোনো ইভেন্টেই আর নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি। বাংলাদেশের এ পতনের পেছনে সঠিক পরিকল্পনার অভাবকেই কারণ হিসেবে মনে করেন তামিম ইকবাল। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে এক সময় নেতৃত্ব দেওয়া তামিমের মতে, আইসিসির ইভেন্টে ভালো করতে হলে ইভেন্ট শুরুর কমপক্ষে দুই বছর আগে প্রস্তুতি শুরু করা উচিত।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলাটা বাংলাদেশের ক্রিকেটের একটা মাইলফলক হিসেবে ধরা হয়। এরপর দেশের ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু গত দুই বিশ্বকাপেই নকআউট পর্বের আগেই বিদায় নেয় টাইগাররা। গত বিশ্বকাপের আগে তো দল গঠন নিয়ে নাটকীয় এক পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশ্বকাপের ঠিক আগে আগে দলের নেতৃত্ব পান সাকিব আল হাসান। তার কিছুদিন আগেই নেতৃত্ব ছেড়ে দিয়ে অবসরের ঘোষণা দেন তৎকালীন অধিনায়ক তামিম। বিশ্বকাপের স্কোয়াডে পর্যাপ্ত বিকল্প খেলোয়াড়ও পাচ্ছিলেন না নির্বাচক। বাধ্য হয়ে অনভিজ্ঞ তরুণ ওপেনার তানজিদ তামিমের ওপর বিশ্বকাপের মতো আসরে ভরসা করতে হয়েছে টাইগারদের ম্যানেজমেন্টকে। সেই বিশ্বকাপে বাংলাদেশকে নেদারল্যান্ডসের কাছেও হারের লজ্জায় পড়তে হয়েছে। এ মুহূর্তে ভারতে বাংলাদেশ-ভারত সিরিজের ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা তামিম ইকবাল মনে করেন, বড় টুর্নামেন্টে সফল হতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগুতে হবে।
তামিম বলেন, ‘শীর্ষে বসে থাকা ব্যক্তিদের পরিষ্কার পরিকল্পনা থাকতে হবে তারা আসলে কী অর্জন করতে চায়। অধিনায়ক শিরোপা জিততে চান, কোচও চান শিরোপা জিততে, কিন্তু প্রশ্ন হচ্ছে -বোর্ডও কি এটা জিততে চায়?’ তামিম যোগ করেন, ‘সবকিছু নিখুঁত হতে হবে লক্ষ্য এবং সুবিধার পরিপ্রেক্ষিতে।’
এ ক্ষেত্রে তামিম ভারতীয় দলের উদাহরণ সামনে টেনে আনেন, ‘ভারতে, আপনি রোহিত শর্মা এবং বিরাট কোহলির যত খুশি প্রশংসা করুন না কেন, কিন্তু বিসিসিআই কি ততটা শক্তিশালী নয়, দলটা অনেক বেশি কিছু অর্জন করতে পারেনি।’
গত মাসে বিসিবির সভাপতির চেয়ারে বসেছেন ফারুক আহমেদ, তিনিই বাংলাদেশের প্রথম খেলোয়াড় যিনি এ চেয়ারে বসেছেন। সাবেক ক্রিকেটার বোর্ডের ক্ষমতায় বসায় কতটা উপকার হতে পারে ক্রিকেটের?
গত ১৭ বছর ৩৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৫ হাজারের বেশি রান করা তামিম মনে করেন, মন্তব্য করার জন্য খুব বেশি সময় এখনো পায়নি নতুন বোর্ড।
তিনি বলেন, ‘দেখুন, এখানে অনেক যদি-কিন্তু আছে। বিসিবির আগের কমিটিতে তিনজন সাবেক অধিনায়ক প্রশাসনে ছিলেন। আগের বোর্ড কী সব ভুল করেছে? না, তারাও অনেক ভালো ভালো কাজ করেছে, এটা আপনি অস্বীকার করতে পারেন না।’
তামিম আরো বলেন, ‘বিসিবিতে দুই থেকে তিনজনের সঙ্গে আমরা কিছু সমস্যা আছে, কিন্তু এর মানে এ নয় যে, তাদের কোনো অর্জন নেই। এবার সভাপতিও একজন সাবেক ক্রিকেটার, তাই আপনার তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে এবং তারপরি বিচার...।’
"