ক্রীড়া প্রতিবেদক

  ০১ অক্টোবর, ২০২৪

মুমিনুলের সেঞ্চুরি

শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

কানপুর টেস্ট

আড়াই দিনের বেশি বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও দুর্দান্ত বোলিং ও বিধ্বংসী ব্যাটিংয়ে কানপুর টেস্ট জয়ের সম্ভাবনা জাগিয়েছে ভারত। কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে দুই ইনিংস মিলিয়ে ভারতের চেয়ে ২৬ রানে পিছিয়ে আছে ভারত। উইকেট আছে আটটি। গতকাল চতুর্থ দিনে মুমিনুল হকের সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

ভারত বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ দিন শেষ করে ২ উইকেটে ২৬ রান নিয়ে। এখন শেষ দিনে রোমাঞ্চের বৃষ্টিতে টানা আড়াই দিনের বেশি ভেসে যাওয়ার পর গতকাল বাংলাদেশ দিন শুরু করে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে। প্রথম সেশনে আউট হন মুশফিকুর রহিম, লিটন দাস ও সাকিব আল হাসান। মুমিনুল আরেক প্রান্তে দারুণ খেলে সেঞ্চুরি পূর্ণ করেন। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন তিনি।

লাঞ্চের পর মিরাজ আউট হওয়ার পরই ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ ৪ উইকেটের পতন হয় ৯ রানের মধ্যে। ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরিতে ১০৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল। দেশের বাইরে তার দ্বিতীয় শতরান এটি।

ভারতের সব বোলারই উইকেটের দেখা পান। শেষ উইকেটটি নিয়ে টেস্ট ইতিহাসের তৃতীয় বাঁহাতি স্পিনার হিসেবে তিনশ উইকেট পূর্ণ করেন রবিন্দ্র জাদেজা।

ভারতের ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে হাসান মাহমুদকে টানা তিনটি চার মারেন ইয়াসাসভি জয়সওয়াল। পরের ওভারে প্রথম দুই বলেই সৈয়দ খালেদ আহমেদকে ছক্কায় ওড়ান রোহিত শার্মা। তিন ওভারেই পঞ্চাশ করে ফেলে ভারত। টেস্ট ক্রিকেটে দ্রুততম দলীয় পঞ্চাশের পর দ্রুততম একশ, দেড়শ, দুইশ ও আড়াইশ, প্রতিটিরই রেকর্ড গড়ে তারা। ১১ বলে ২৩ করেন রোহিত, ৫১ বলে ৭২ জয়সওয়াল। শুবমান গিল করেন ৩৬ বলে ৩৯। একই পথে ছুটে পরে ৩৫ বলে ৪৭ রান করেন ভিরাট কোহলি, ৪৩ বলে ৬৮ লোকেশ রাহুল।

দ্রুত রান তোলার চেষ্টায় পরে দ্রুত উইকেটও হারায় ভারত। এর ফায়দা নিয়ে চারটি করে উইকেট নেন সাকিব ও মিরাজ।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনার জাকির হাসানকে হারায় দ্রুতই। আরেক ওপেনার সাদমান ইসলাম স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান সাত রানে। একটু পর নাইটওয়াচম্যান হাসান মাহমুদ আউট হন বাজে শটে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস

(আগের দিন ১০৭/৩) ৭৪.২ ওভার ২৩৩ (মুমিনুল ১০৭*, মুশফিক ১১, লিটন ১৩, সাকিব ৯, মিরাজ ২০, তাইজুল ৫, হাসান ১, খালেদ ০; বুমরাহ ৫০/৩, সিরাজ ৫৭/২, অশ্বিন ৪৫/২, আকাশ ৪৩/২, জাদেজা ২৮/১)।

ভারত প্রথম ইনিংস

৩৪.৪ ওভার ২৮৫/৯ (ডি.) (জয়সওয়াল ৭২, রোহিত ২৩, গিল ৩৯, পান্ত ৯, কোহলি ৪৭, রাহুল ৬৮, জাদেজা ৮, অশ্বিন ১, আকাশ ১২, বুমরাহ ১*; হাসান ৬৬/১, খালেদ ৪৩/০, মিরাজ ৪১/৪, তাইজুল ৫৪/০, সাকিব ৭৮/৪)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস

১১ ওভার ২৬/২ (জাকির ১০, সাদমান ৭*, হাসান ৪, মুমিনুল ০*; বুমরাহ ৩/০, অশ্বিন ১৪/২, আকাশ ৪/০)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close