ক্রীড়া ডেস্ক

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সিটিকে হটিয়ে শীর্ষে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হোঁচটের ফায়দা নিয়েছে লিভারপুল। পরশু রাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে ২-১ গোলে জিতেছে অল রেডরা। এই জয়ে সিটিকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল লিভারপুল।

লিভারপুলের জয়ের রাতে উৎসব হয়েছে লন্ডনে। শহরের ?দুই ক্লাব আর্সেনাল ও চেলসি ঘরের মাঠে জয় পেয়েছে। স্ট্যামফোর্ড ব্রিজে ব্রাইটনকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি। এমিরেটস স্টেডিয়ামে লেস্টার সিটির বিপক্ষে আর্সেনালও জিতেছে একই ব্যবধানে। এ ছাড়া ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে এভারটন।

চেলসির বড় জয়ের নায়ক কোল পালমার। দলের চারটি গোলই করেছেন ইংলিশ মিডফিল্ডার। তবে ম্যাচের শুরুতে পিছিয়ে ছিল চেলসিই। পরে দুর্দান্ত এক প্রত্যাবর্তন করেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। ম্যাচের ছয়টি গোলই হয়েছে বিরতির আগে। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় আপ্রাণ চেষ্টা করেও জালের নাগাল পায়নি কেউ।

চেলসির মতো জয়ের ব্যবধান একই হলেও আর্সেনাল পয়েন্ট খোয়ানোর ঝুঁকিতে ছিল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পরপর দুই গোল করে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর লন্ডনের ক্লাবটি। প্রথমার্ধে আর্সেনালের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও লিয়ান্দ্রো ট্রোসার্ড। বিরতির পর স্বাগতিকদের ভড়কে দেয় লেস্টার সিটি।

পরপর দুই গোল করে সাবেক চ্যাম্পিয়নদের সমতায় ফেরান জেমস মাইকেল জাস্টিন। এরপর অনেকটা সময় কেটেছে গোলখরায়। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন লেস্টার সিটির নাইজেরিয়ান মিডফিল্ডার উইলফ্রেড এনডিডি। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে আর্সেনালের জয়ের ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। মলিনেক্স স্টেডিয়ামে প্রথম গোলের জন্য লিভারপুলকে বিরতির আগ মুহূর্ত অবধি অপেক্ষা করতে হয়েছে। অল রেডদের লিড এনে দেন ইব্রাহিম কোনাতে। বিরতি থেকে ফিরেই উলভারহ্যাম্পটন গোলটার শোধ দেয়। স্বাগতিকদের সমতায় ফেরান আইত-নুরি। পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন মোহাম্মদ সালাহ।

লিগের চলতি মৌসুমে এটা লিভারপুলের পঞ্চম জয়। এই জয়ে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে আর্নে স্লটের দল। তাদের জায়গা দিতে গিয়ে দুইয়ে নেমে গেছে সিটি। ১৪ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সিটির সমান পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে আর্সেনাল। তারা অবশ্য সিটির চেয়ে গোলগড়ে পিছিয়ে আছে।

১৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে চেলসি। পাঁচে থাকা অ্যাস্টন ভিলার সংগ্রহ ১২ পয়েন্ট। আজ ইপ্সউইচ টাউনের মাঠে জয় পেলে অ্যাস্টন ভিলা উঠে আসবে লিগ টেবিলের দুই নম্বরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close