ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভারতের তরুণ দল
আইপিএলে মাত্র ৪ ম্যাচেই গতির ঝড় তুলে সবার নজর কাড়েন ভারতীয় পেসার মায়াঙ্ক যাদব। তবে এরপর চোটে ছিটকে যান মাঠের বাইরে। সুস্থ হতেই বাংলাদেশের বিপক্ষে তাকে দলে ডেকেছে ভারত। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে ভারত। আগামী ৬ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ। দিল্লি ও হায়দরাবাদে পরের দুই ম্যাচ ৯ ও ১২ তারিখ। এর আগে শনিবার দল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সামনে ব্যস্ত টেস্ট সূচি বিবেচনা নিয়ে নিয়মিত ক্রিকেটারদের বেশ কয়েকজনকে বাইরে রেখে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে দলে। তাতে কপাল খুলেছে ২২ বছর বয়সি মায়াঙ্কের।
লাক্ষ্মৌর হয়ে সবশেষ আইপিএলে অভিষেকেই ১৫৫ কিলোমিটার গতি ছাড়িয়ে চমক জাগান মায়াঙ্ক। পরের ম্যাচে তিনি করেন ১৫৬.৭ কিলোমিটার গতির ডেলিভারি। দুই ম্যাচেই ৩টি করে উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তরুণ পেসার। আইপিএলে ক্যারিয়ার শুরুর দুই ম্যাচেই সেরা হওয়া প্রথম খেলোয়াড় মায়াঙ্ক।
এছাড়া প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন ভরুন চক্রবর্তী। ২০২১ সালে সবশেষ জাতীয় দলে খেলেন এই রহস্য স্পিনার। সবশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ২১ উইকেট নেন তিনি। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের কথা চিন্তা করে শুবমান গিল, ইয়াশাসবি জয়সওয়াল, রিশাভ পান্ত, আকসার প্যাটেল ও মোহাম্মদ সিরাজকে বিশ্রামে রাখা হয়েছে। নিয়মিত ক্রিকেটাররা না থাকায় টি-টোয়েন্টি দলে ফিরেছেন নিতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, জিতেশ শর্মা ও হার্শিত রানা। নিয়মিতদের মধ্যে হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দার, রিঙ্কু সিং, রাভি বিষ্ণুই ও আর্শদিপ সিং আছেন বাংলাদেশ সিরিজের দলে।
ভারত স্কোয়াড : সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রভি বিষ্ণুই, ভরুন চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদিপ সিং, হার্শিত রানা, মায়াঙ্ক যাদব।
"