ক্রীড়া ডেস্ক

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বার্সার এমন হাল!

উয়েফা চ্যাম্পিয়নস লিগে হার দিয়ে মিশন শুরু হলেও এর আগে পরে স্প্যানিশ লা লিগায় রীতিমতো উড়ছিল বার্সেলোনা। অবশেষে উড়তে থাকা দলটিতে মাটিতে নামাল ওসাসুনা। পরশু রাতে বার্সাকে ডেকে এনে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে তারা। নতুন মৌসুমে এটা দ্বিতীয় হার কাতালান ক্লাবটির। এই মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন হান্সি ফ্লিক। জার্মান কোচের ছোঁয়ায় এক ধরনের বদলে গিয়েছিল কাতালান জায়ান্টরা। লা লিগায় প্রথম সাত ম্যাচে জিতেছিল তারা। লিগের অষ্টম রাউন্ডে এসে দর্পচূর্ণ হলো বার্সার। জয় তো দূরের কথা, ওসাসুনার সামনে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারেনি তারা। স্টাডিও এল সদরে ম্যাচ শুরুর আধ ঘণ্টার মধ্যে বার্সেলোনা হজম করে দুই গোল। ১৮ মিনিটে গোলমুখ খোলেন আন্তে বুদিমির। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান জারাগোজা। ভড়কে যায় বার্সা। প্রথমার্ধ শেষ হয় ওসাসুনার ২-০ গোলের লিডে। ৫৩ মিনিটে স্বাগতিকদের একটি গোল ফেরত দেয় বার্সা।

ব্যবধান কমান পাউ ভিক্টর। কিন্তু লড়াইয়ে ফেরার আভাস দিয়েও পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। ৭২ মিনিটে পেনাল্টি থেকে ডাবলস পূরণ করেন বুদিমির। তাতেই এক রকম নিশ্চিত হয়ে যায় বার্সার হার। ৮৫ মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ওসাসুনা ফরওয়ার্ড আবেল ব্রেতোনস (৪-১)।

একটু পর সান্ত¡নার গোল করেন বার্সা মিডফিল্ডার লেমিন ইয়ামাল। কিন্তু ক্ষতি যা হওয়ার এই গোল দিয়ে তা পোষানো যায়নি। লিগের আগের সাত রাউন্ডে পাঁচ গোল হজম বার্সা এক ম্যাচেই খেলো হালি! এই মৌসুমে বার্সার অন্য হারটি ছিল ইউরোপের মঞ্চে। চ্যাম্পিয়নস লিগে মোনাকোর কাছে ২-১ গোলে হারে তারা।

অবশ্য লা লিগা এই হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষস্থান অটুট রেখেছে বার্সেলোনা। আট ম্যাচে ২১ পয়েন্ট তাদের। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ১৫ পয়েন্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close