ক্রীড়া ডেস্ক

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মেসির গোলে হার এড়াল মায়ামি

টানা দুই ড্র্রয়ের পর জয়ের আশায় ঘরের মাঠে অপেক্ষায় ছিলেন ইন্টার মায়ামির সমর্থকরা। কিন্তু সেই আশা পূরণ হয়নি তাদের। উল্টো উঁকি দিচ্ছিল হারের লজ্জা। তবে শেষ পর্যন্ত ত্রাতা হয়ে এলেন লিওনেল মেসি। গতকাল শার্লটের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর মেসির গোলে ড্র করতে সক্ষম হয় তারা। এ নিয়ে শেষ তিন ম্যাচে জয়হীন ডেভিড বেকহ্যামের দল, তিন ম্যাচেই ড্র করেছে তারা।

শার্লটের বিপক্ষে শক্তিশালী একাদশই সাজিয়েছিলেন টানা মার্টিনো। আক্রমণে ছিলেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি। রক্ষণে বুসকেটস ও জর্দি আলবাদের মতো অভিজ্ঞরা। তবুও প্রত্যাশিত ফল পায়নি দল। যদিও অষ্টম মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল তারা। গোলরক্ষককে অনেকটা একা পেয়েও দুর্বল শটৈর কারণ জালের দেখা পাননি মেসি। ৩৬ মিনিটে মেসির বুলেট গতির শট যায় একটু বাইরে দিয়ে। গোলশূন্য বিরতির পর দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় প্রথম গোল হয়। ব্রানডট ব্রোনিকোর শটে পা লাগিয়ে জালের দেখা পান কারোল সুইডারস্কি।

৬৩ মিনিটে একবার পরাস্ত হন মেসি। ২ মিনিট পর আবার তাকে ঠেকিয়ে দেন শার্লট গোলরক্ষক। কিন্তু ৬৭ মিনিটে ঠিকই জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা। পোস্টের কোণা বরাবর দূরপাল্লার শটে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ড্রই করে ইন্টার মায়ামি।

এ ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স লিগে ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ইন্টার মায়ামি। শার্লট ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ৭ নম্বরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close