ক্রীড়া প্রতিবেদক
বাফুফে নির্বাচন
কাউন্সিলর নিয়ে তোড়জোড়
আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। এবার বাফুফের নির্বাচনে কাউন্সিলর ১৩৯ জন। এরা বাফুফের তালিকাভুক্ত ক্লাব, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সংস্থাগুলোর প্রতিনিধি হয়ে বাফুফের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। আজ কাউন্সিলর প্রেরণের শেষ দিন। এরই মধ্যে ৫০ শতাংশ কাউন্সিলর জমা পড়েছে। অনেকে কাউন্সিলর হওয়ার চেষ্টা করছেন। যারা নির্বাচন করবেন, তারা তাদের পছন্দমতো ব্যক্তিকে বিভিন্ন সংস্থার কাউন্সিলর করে আনার চেষ্টা চালাচ্ছেন। দেশের ফুটবলের সর্বোচ্চ স্তর প্রিমিয়ার লীগের কয়েকটি ক্লাব এরই মধ্যে তাদের কাউন্সিলরশিপ চূড়ান্ত করেছে। ঢাকা আবাহনী থেকে কাউন্সিলর হয়ে আসছেন ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর হিসেবে নাম জমা পড়েছে ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীরের। ফর্টিজ এফসি থেকে শাহীন আহমেদ, ব্রাদার্স ইউনিয়ন থেকে ক্লাবটির সদস্য সচিব সাব্বির আহমেদ আরিফের নাম ফেডারেশনে কাউন্সিলর হিসেবে যাচ্ছে। এ ছাড়া বাংলাদেশ পুলিশ এফসি থেকে কাউন্সিলর হয়ে আসছেন ডিআইজি (রেলওয়ে) শেখ মো. রেজাউল হায়দার। শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার লীগে অংশগ্রহণ করছে না। সর্বশেষ লীগে অংশগ্রহণ করায় কাউন্সিলরশিপ চেয়ে চিঠি দিয়েছিল তারা। ফিফার সঙ্গে আলোচনা করে এই দুটি ক্লাবের বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা বলছে বাফুফে। কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি নির্বাচন করবেন না- এমন ঘোষণার পরদিনই সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেন তরফদার রুহুল আমিন। তরফদার রুহুল আমিন চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান ছিলেন বছর দশেক। তাই তিনি চট্টগ্রাম আবাহনী থেকেই কাউন্সিলর হওয়ার চেষ্টা করছেন। বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লীগে নোফেল স্পোর্টিং তাবিথ আউয়ালের নিজস্ব ক্লাব। তাবিথ নোফেল স্পোর্টিং থেকে কাউন্সিলর হচ্ছেন। সম্প্রতি আরামবাগ ক্লাবের সভাপতি হয়েছেন তাবিথ আউয়ালের ছোট ভাই তাজওয়ার আউয়াল। ফলে আসন্ন নির্বাচনে আরামবাগের কাউন্সিলর তাজওয়ারই হচ্ছেন। ওয়ান্ডারার্স থেকে সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীন, ভিক্টোরিয়া স্পোর্টিং থেকে জামান, দিলকুশা স্পোর্টিং থেকে হাবিবুন-নবী সোহেলের নাম কাউন্সিলর হিসেবে শোনা যাচ্ছে। বাফুফে নির্বাচনে এবার প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছে নারী ফুটবল লীগের শীর্ষ চার ক্লাব। চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টিং ক্লাব থেকে বিসিবির পরিচালক মঞ্জুরুল আলম, রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাব থেকে সোহেল কাউন্সিলর হচ্ছেন। ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে এসেছেন বাফুফের সাবেক সদস্য আমিরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ থেকে গোলাম গাউস, ময়মনসিংহ বিভাগ থেকে আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, নড়াইল জেলা থেকে আশিকুর রহমান মিকু, বরিশাল বিভাগ থেকে আসাদুজ্জামান খশরুর নাম জমা পড়েছে।
বরিশাল জেলা থেকে নাম পাঠানো হয়েছে মোস্তাফিজুর রহমানের। যদিও তার বিষয়ে এরই মধ্যে আপত্তি জমা পড়েছে। আপত্তি এসেছে ফেনী থেকে। বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ২১ দিন আগে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করতে হবে। সেই হিসেবে ৫ অক্টোবর থেকে নির্বাচন কমিশনের কাজ শুরু হওয়ার কথা। তাই বাফুফের নির্বাহী কমিটি এই সপ্তাহের মধ্যে বৈঠকে বসবে। সেই বৈঠকে নির্বাচন কমিশন গঠন ও বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত কাউন্সিলরদের নাম অনুমোদন করবে।
"