ক্রীড়া প্রতিবেদক
বৃষ্টিতে ভেসে গেল কানপুর টেস্টের দ্বিতীয় দিন
নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগে কানপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছিল। মাঠে গড়িয়েছিল মাত্র ৩৫ ওভার। কিন্তু দ্বিতীয় দিনের পরিস্থিতি আরো খারাপ। দ্বিতীয় সেশন চললেও বৃষ্টির কারণে এখন পর্যন্ত একটি বলও মাঠে গড়াতে পারিনি। এরমধ্যে দুদলের ক্রিকেটাররা ফিরে গেছেন হোটেলে। এরই মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দিনের খেলা।
এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলেছে, সারাদিনই চলতে পারে এ বৃষ্টি। বিকেলের দিকে রয়েছে ঝড়ের সম্ভাবনাও। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হতে পারে আলোকস্বল্পতাও। অন্যদিকে, মাঠের ড্রেনেজ সিস্টেমও খুব একটা ভালো নয়। তাই খেলা মাঠে গড়ানোর বিষয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই।
এর আগে, ৩ উইকেটে ১০৭ রান নিয়ে প্রথমদিনের খেলা শেষ করে বাংলাদেশ। ৪০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক, মুশফিক অপরাজিত আছেন ৬ রানে। চেন্নাই টেস্টে হেরে সিরিজে পিছিয়ে নাজমুল শান্তর দল। সমতা ফেরাতে তাই জয়ের বিকল্প নেই সফরকারিদের।
কানপুর টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই নিজেকে খুঁজে ফিরছিলেন ওপেনার জাকির হাসান। ২৪ বল খেলে কোনো রানই করতে পারেননি বাঁহাতি এ ব্যাটার। ইনিংসের নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার।
জাকিরের বিদায়ের পর স্কোরকার্ডে ৩ রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম। তিনিও আকাশ দীপের শিকার। ৩৬ বলে ২৪ রান করে আউট হন সাদমান। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন শান্ত। তবে মধ্যাহ্ন বিরতির পর ৩১ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন শান্ত।
"