ক্রীড়া ডেস্ক

  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আইপিএলে নতুন রূপে ফিরছেন ব্রাভো

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। গত বৃহস্পতিবার রাতে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়েছেন ক্যারিবীয় এ সুপারস্টার। অবসর ঘোষণার কয়েক ঘণ্টা পরই ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হচ্ছে ব্রাভোর। যেটির চর্চা গত এক বছর ধরেই করে যাচ্ছিলেন তিনি।

চোটের কারণে চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ঠিকঠাক খেলতে পারেননি ব্রাভো। গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও (আইপিএল) বিদায় জানিয়েছিলেন তিনি। এবার অবশ্য আইপিএলে নতুন ভূমিকায় ফিরছেন ব্রাভো। কিংবদন্তি এ ক্রিকেটারকে গতকাল শুক্রবার মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে বিদায় ঘোষণায় টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ শিকারি লিখেছেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে ২১ বছর...এটা অবিশ্বাস্য একটা যাত্রা ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি আমার স্বপ্নপূরণে মরিয়া ছিলাম। প্রতিটি ধাপে আমি শতভাগ নিংড়ে দিয়েছি।’

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ব্রাভো। এরপর থেকে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যান তিনি। গত বছর থেকে শুরু করেন কোচিং ক্যারিয়ার। আইপিএলের গত মৌসুমে চেন্নাই সুপার কিংস ও আফগানিস্তানের বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন এ কিংবদন্তি। এবার আসছেন পুরো দলের পরামর্শকের ভূমিকায়। টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ব্রাভো সম্ভাব্য সব ফ্র্যাঞ্চাইজি লিগ জয়ের স্বাদ পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি কুড়ি ওভারের বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে থামছেন তিনি। উইকেট শিকারে তার ধারেকাছেও কেউ নেই। গৌরব নিয়েই অবসরে যাচ্ছেন ৪১ ছুঁই ছুঁই ব্রাভো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close