ক্রীড়া ডেস্ক
ব্যালন ডি’অর
একজনকেই যোগ্য মনে হয় নেইমারের
আগামী ২৮ অক্টোবর প্যারিসের ঝলমলে অনুষ্ঠানে ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলারের নাম। কার হাতে উঠবে ফ্রান্স ফুটবল সাময়িকীর সেরার মুকুট? এর সম্ভাব্য উত্তর দিলেন নেইমার জুনিয়র। জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের হাতেই ব্যালন ডি’অর দেখছেন আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ব্রাজিল ফুটবলের পোস্টার বয়ের মতে এই পুরস্কারের জন্য ভিনির সবার চেয়ে যোগ্য দাবিদার। সম্প্রতি ব্যান্ড স্পোর্টসে প্রকাশিত সাক্ষাৎকারে এই দাবি করেন নেইমার। সাক্ষাৎকারে তিনি বলেছেন, এ বছর ব্যালন ডি’অর জিততে অবশ্যই আমি ওকে (ভিনিসিয়াস) সমর্থন করব।
নেইমার যোগ করেন, ‘এটার জন্য আমি আর কোনো যোগ্য প্রার্থী দেখছি না। ভিনি এটার দাবিদার। কারণ ও একজন যোদ্ধা। জীবনে অনেক সংগ্রাম করেছে। ওকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। কিন্তু এটা অন্যায্য। আমরা অবশ্যই এটার সমর্থন করি না। ভিনি আমাদের সবার জন্য আদর্শ হতে পারে।’
সবশেষ ২০২২ সালে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের মধ্যে করিম বেনজেমা ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার ভিনির কল্যাণে সান্তিয়াগো বার্নাব্যুতে ট্রফিটা ফেরার সুযোগ রয়েছে। এ যাত্রায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতিদ্বন্দ্বী আছেন কয়েকজনই। এদের মধ্যে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ভিনির প্রবল প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে।
এ ছাড়া বর্ষসেরার দৌড়ে আছেন রিয়াল মাদ্রিদের আরো তিন ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, ড্যানিয়েল কারভাহাল ও জুডে বেলিংহাম। রিয়ালের চার ফুটবলারের সঙ্গে রদ্রির পেরে ওঠা খুব কঠিন। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ লিগ জিতেছেন তিনি। পরে স্পেনের হয়ে স্বাদ পান ইউরো চ্যাম্পিয়নশিপের।
অন্যদিকে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ডাবলস জিতেছেন ভিনি। কিন্তু জাতীয় দলের জার্সিতে কোনো সাফল্য পাননি। কয়েক মাস আগে কোপা আমেরিকায় ভিনির ব্রাজিল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। সেই ম্যাচে আবার নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ভিনি।
"