ক্রীড়া ডেস্ক

  ২৭ সেপ্টেম্বর, ২০২৪

পরিস্থিতি বুঝে খেলতে চায় ভারত

কানপুর টেস্টে গ্রিন পার্কের উইকেট নিয়ে অনেক কথা হচ্ছে। বেশির ভাগেরই মতামত, তৃতীয় দিন থেকে সেখানে রাজত্ব চলবে স্পিনারদের। গ্রিন পার্কের পিচ কিউরেটর শিব কুমার ভারতের বার্তা সংস্থা পিটিআইকে যেমন বলেছেন, ‘চেন্নাইয়ের ম্যাচের মতো উইকেট হবে। সবার জন্যই কিছু না কিছু থাকবে। প্রথম দুই সেশনে বাউন্স থাকবে, প্রথম দুই দিন ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে। এরপর শেষ তিন দিন স্পিনাররা সহায়তা পাবেন।’

স্বাভাবিকভাবেই আজ শুক্রবার থেকে গ্রিন পার্কে শুরু হতে যাওয়া এই টেস্টের আগে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে কথা উঠেছিল। ভারতের সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির সহকারী কোচ অভিষেক নায়ার। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, চেন্নাইয়ের তুলনায় কানপুরে বাংলাদেশের স্পিনারদের ভালো করার সম্ভাবনা কতটুকু? আমি আসলে কিছু প্রত্যাশা করছি না। আমি প্রত্যাশায় বিশ্বাসী নই। ফলে নির্দিষ্ট দিনে কী হবে, তা দেখতে অপেক্ষায় আছি আমি। কন্ডিশন নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে।

চেন্নাইয়ে ভারতের কাছে ২৮০ রানে হারের টেস্টে দুজন বিশেষজ্ঞ স্পিনার খেলায় বাংলাদেশ সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সাকিব ভারতের দুই ইনিংস মিলিয়ে উইকেট পাননি, মিরাজ দুই ইনিংস মিলিয়ে নেন মোট ৩ উইকেট। অর্থাৎ চেন্নাইয়ে সেই অর্থে ভালো করতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। সে তুলনায় চেন্নাইয়ে প্রথম দুই দিন পেসবান্ধব কন্ডিশন থাকলেও পাঁচ দিন মিলিয়ে ভারতের স্পিনাররা নেন মোট ১১ উইকেট।

চেন্নাইয়ের তুলনায় কানপুরে বাংলাদেশের স্পিনারদের কেমন করতে পারেন, এ প্রশ্নের উত্তরে অভিষেক বলেছেন, ‘আমি আসলে কিছু প্রত্যাশা করছি না। আমি প্রত্যাশায় বিশ্বাসী নই। ফলে নির্দিষ্ট দিনে কী হবে, তা দেখতে অপেক্ষায় আছি আমি। কন্ডিশন নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে। আগে থেকেই ভেবে বসে থাকলে চলবে না যে বল টার্ন (বাঁক) করবে অনেক, সিম করবে অনেক। ফলে আগে থেকেই কিছু জানেন না আপনি।’ পিচ ও কন্ডিশন বোঝা নিয়ে অভিষেক আরো বলেন, ‘প্রথম দিনে পিচ কন্ডিশন বুঝতে হবে। এরপর ম্যাচ নিয়ে এগোতে হবে। যে রকমভাবে আসবে, সেভাবেই নিতে চাই আমরা। আগে থেকেই ভেবে বসে থাকতে চাচ্ছি না কিছু।’

অভিষেক জানিয়েছেন, পিচের আচরণ ভিন্ন হলেও প্রস্তুত ভারত, ‘যেকোনো ক্রিকেটার যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আসলে এখানে ভালো বা খারাপ পরিস্থিতির ব্যাপার নয়, এখানে মাঠে গিয়ে কী মোকাবিলা করতে হবে, তা হচ্ছে আসল ব্যাপার। যখন পরিস্থিতি কঠিন হবে, তখনই প্লেয়াররা চ্যালেঞ্জের মুখে পড়বে। এই ছেলেরা অনেক দিন ধরে খেলছে। ফলে চ্যালেঞ্জের মুখে পড়লেই তারা আরো ভালো হয়ে উঠতে পারবে।’ গ্রিন পার্কের উইকেট নিয়ে বলাবলি হচ্ছে, সেখানে বাউন্স বেশিক্ষণ পাওয়া যায় না। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে বাউন্সও কমতে থাকে। অভিষেকের কথায়ও সেই আভাস পাওয়া গেল, ‘আমি এখনো জানি না কোন পিচে খেলা হবে। দুটি পিচই আমার ভালো লেগেছে। কানপুরে সবসময়ই ভালো পিচ থাকে। বাউন্সের ব্যাপারটি নিয়ে নিশ্চিত নই যদিও। টেস্ট ক্রিকেটে আবহাওয়ার পূর্বাভাস, কন্ডিশনের ওপর পিচের আচরণ নির্ভর করে থাকে। আশা করি আগামীকাল রোদ থাকবে, মেঘলা থাকবে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close