ক্রীড়া ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ

বাংলাদেশকে নিয়ে সতর্ক ভারত

লম্বা সময় ধরেই বাজে ক্রিকেট খেলছে পাকিস্তান। দুই টেস্টের সিরিজ খেলতে গিয়ে সেটারই সুবিধা নিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলের দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে এখন অন্যভাবে দেখা হবে। শুধু তাই বিসিবির এ পরিচালক এমনটাও বলে রেখেছিলেন, ভারতও বাংলাদেশকে এখন হালকাভাবে নেবে না। সবকিছু ঠিক থাকলে ১৪ আগস্ট ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। দুই টেস্টের সঙ্গে ভারত সফরে টাইগাররা খেলবে তিনটা টি-টোয়েন্টি। সে সিরিজের আগে পাকিস্তানে সাফল্য পাওয়ায় আশায় বুক বাঁধছেন দেশের ক্রিকেট সমর্থকরা। এদিকে ভারতও বাংলাদেশকে বিবেচনায় নিচ্ছে ভালোভাবেই।

বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ১২ সেপ্টেম্বর চেন্নাইয়ে অনুশীলনে নামবে ভারত। বেশিরভাগ ক্রিকেটাররা দুলীপ ট্রফি খেললেও ব্যক্তিগত অনুশীলনে নেমে পড়েছেন জসপ্রিত বুমরাহ। সিরিজ শুরুর সপ্তাহ দুয়েক আগে ঋষভ পান্তও জানালেন বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ভারতের উইকেটকিপার ব্যাটারের মতে, এশিয়ার দল হিসেবে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা উপমহাদেশে ভালো ক্রিকেট খেলে।

জিও সিনেমার সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে পান্ত বলেন, ‘এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এশিয়ার কন্ডিশনেই দারুণ খেলে থাকে। কারণ তারা উইকেট সম্পর্কে অবগত থাকে। ভারতীয় ক্রিকেট দল হিসেবে আমরা আমাদের মান এবং উন্নতির দিকেই দৃষ্টি রাখছি। প্রতিপক্ষ বিবেচনায় আমরা একই ইন্টেনসিটি নিয়ে খেলি এবং সবাই প্রত্যেকদিন নিজেদের শতভাগ দেয়ার চেষ্টা করি।’

সেই সঙ্গে খানিকটাচাপ আছেও বলে স্বীকার করেছেন পান্ত। তিনি বলেন, ‘হ্যাঁ, একটা চাপ তো থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি কোনো সিরিজকেই হালকাভাবে নিতে পারবেন না। জয় কিংবা হারের ব্যবধানে এসব সিরিজে খুবই ছোট থাকে, উভয় দলই প্রায় সমান সামর্থ্য নিয়ে নামে। বিশেষ করে এখনকার সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্যও থাকে না।’ বাংলাদেশ সিরিজ শেষ হওয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। এরপর পাঁচ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ব্যস্ত মৌসুমকে সামনে রেখে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুলীপ ট্রফিতে খেলে প্রস্তুতি নিচ্ছেন শুভমান গিল, লোকেশ রাহুল, ধ্রুব জুরেলের মতো ক্রিকেটাররা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close