ক্রীড়া ডেস্ক
ইংলিশ লিগে ‘টাক’র মেলা!
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে যেন ‘টাক’র মেলা বসেছে। বিস্ময়করভাবে লিগের তৃতীয় রাউন্ড শেষ হওয়ার পর এসব কোচের পারফরম্যান্স নিয়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। এ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় আছেন আর্নে স্লট। চলমান মৌসুমে লিভারপুলের দায়িত্ব নিয়েছেন তিনি। ডাচ কোচ স্থলাভিষিক্ত হন ইয়ুর্গেন ক্লপের।
নতুন ঠিকানায় শুরুতেই চমক নিয়ে হাজির হয়েছেন স্লট। তিন দশকেরও বেশি সময় পর অল রেডরা যে লিগের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে সেটির নেপথ্য নায়ক ডাচ এ কোচ। লিগের চলতি মৌসুমে শুরুর তিন ম্যাচ জিতেছে আরেকটি দল। সেটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কয়েক বছর ধরে দলটির দায়িত্বে আছেন পেপ গার্দিওলা।
স্লট এবং গার্দিওলা দুজনের আরো একটা জায়গায় ভালো মিল আছে। দুজনের মাথায় চুল কম। দুজনেরই মাথায় ‘টাক’ পড়েছে। ভালো পারফরম্যান্সের কারণে স্লট এবং গার্দিওলা যেমন আলোচনায় আছেন তেমনি সমালোচনার মুখে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড প্রধান কোচ এরিক টেন হাগ। তার মাথাতেও চুল নেই বললেই চলে।
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করলেও টেন হাগের ইউনাইটেড হেরেছে শেষ দুই ম্যাচে। যেটির প্রভাব পড়েছে পয়েন্ট তালিকায়। টেবিলের ১৪ নম্বরে নেমে গেছে লিগের ইতিহাসে সবচেয়ে সফল দলটি। ২০ দলের তালিকার তলানিতে নেমেছে এভারটন। মার্সিসাইডের ক্লাবটির প্রধান কোচ সিন ডাইসি। ‘টাক’ এ কোচও সুবিধা করতে পারছেন না।
আলোচিত আরেক কোচ নুনো স্যান্টো। তিনি নটিংহাম ফরেস্টের দায়িত্বে আছেন।
গত মৌসুমে অল্পের জন্য অবনমন এড়িয়েছে দলটি। ১৭ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে তারা। এ মৌসুমে খুব একটা খারাপ করছেন না টটেনহাম হটস্পারের সাবেক কোচ। নুনোর নটিংহাম ফরেস্টের এবারের মৌসুমে শুরুটা হয়েছে আশা জাগানিয়া। তৃতীয় রাউন্ড শেষে অজেয় আছে দলটি।
একনজরে ইংলিশ প্রিমিয়ার লিগের ‘টাক’ কোচ যাদের
ম্যানচেস্টার সিটি প্রধান কোচ : পেপ গার্দিওলা
লিভারপুল প্রধান কোচ: আর্নে স্লট
ম্যানচেস্টার ইউনাইটেড প্রধান কোচ : এরিক টেন হাগ
নটিংহাম ফরেস্ট প্রধান কোচ : নুনো স্যান্টো
এভারটন প্রধান কোচ : সিন ডাইসি
চেলসি প্রধান কোচ : এনজো এনজো মারেস্কা।
"