ক্রীড়া ডেস্ক
সময় হলেই চলে যাব : রোনালদো
গত জুলাইয়ে শেষ হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দুঃস্বপ্নের কেটেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে গোল করতে ব্যর্থ হয়েছেন ‘সিআর সেভেন’। খুব স্বাভাবিকভাবেই ‘বুড়ো’ রোনালদোর পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই পর্তুগিজ যুবরাজকে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।
পর্তুগালের আরেক অভিজ্ঞ তারকা পেপে অবশ্য ইউরোর পরপরই বুট জোড়া তুলে রেখেছেন। রোনালদোর কাছ থেকেও তেমনকিছুর আশায় ছিলেন ফুটবল বিশ্লেষকরা। কিন্তু তাদের বুড়ো আঙুল দেখিয়েছেন আল নাসেরের এ ফরওয়ার্ড। এখনই জাতীয় দল ছাড়ার কথা ভাবছেন না তিনি।
রোনালদো জানালেন, সময় হলেই আন্তর্জাতিক ফুটবল ও জাতীয় দল পর্তুগালকে বিদায় বলবেন তিনি। তবে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নেওয়া কঠিন হবে না বলে দাবি করলেন রোনালদো। গত সোমবার রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যখন সময় আসবে আমি চলে যাব। সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে কঠিন মনে হবে না। যখন আমার মনে হবে আমি আর (দলের জন্য) অবদান রাখতে পারছি না, তখন অবশ্যই আমি চলে যাব। কিন্তু সমালোচনার মুখে আমি সরে দাঁড়াব না।’
পর্তুগাল তো বটেই, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো।
দেশের হয়ে ২১২ ম্যাচে রেকর্ড ১৩০টি গোল করেছেন তিনি। তার প্রতি এখনো আস্থা আছে পর্তুগাল প্রধান কোচ রবার্তো মার্টিনজের। রোনালদোকে উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমের দলে রেখেছেন স্প্যানিশ কোচ। সবকিছু ঠিক থাকলে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ড ম্যাচে দেখা যাবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে।
ইউরোর পর রোনালদোর সাবেক সতীর্থ হোসে ফন্টে বিবিসি স্পোর্টকে বলেছিলেন, ‘সম্ভবত তারা জানে কোথায় তাদের জাতীয় দলের সীমারেখা টানতে হবে। তারা পর্তুগালের জন্য অনেক কিছু করেছে। কিন্তু একটা সময় পর আপনাকে থামতে হয়। তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়।’ নাম না বললেও, ফন্টে যে রোনালদোকে উদ্দেশ্যে করে কথাগুলো বলেছে সেটি পরিষ্কার।
"