ক্রীড়া প্রতিবেদক

  ০৩ সেপ্টেম্বর, ২০২৪

পিন্ডিতে পেসত্রয়ীর তাণ্ডব

আগের দিন শুরু করেছিলেন হাসান মাহমুদ। রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনে যোগ দেন আরো দুই পেসার। গতকাল সোমবার পেসারদের দশে দশ পাওয়ার দিনে হাসান মেতেছিলেন ফাইফারের আনন্দে। আরেক পেসার নাহিদ রানা দাগেন গতির তোপ, ফেরান ফেরান পাকিস্তানের চার ব্যাটারকে। হাসানের ৫, নাহিদের ৪ আর বাকি ১ উইকেট তাসকিন আহমেদের ঝুলিতে। টাইগার পেস তাণ্ডবের মুখে দ্বিতীয় ইনিংসে বেশিদূর যেতেও পারেনি স্বাগতিকরা। ছোট লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে শুরুটাও হয়েছে নির্ভুল। বেরসিক বৃষ্টি বাগড়া না দিলে গতকালই হয়তো স্বাগতিকদের মাটিতে পেসার আনন্দে মেতে উঠতে পারত বাংলাদেশ।

পিন্ডির মাঠে গতি, আগ্রাসন আর লাইন লেন্থের কারিশমা দেখিয়েছেন তিন পেসার। পাকিস্তানের টপ, মিডল কিংবা লোয়ার মিডল- টাইগার পেসত্রয়ীর সামনে দাঁড়াতেই যেন পারছিলেন না কেউ। ১৭২ রান আনার দিনে সালমান আগার ৪৭ রান বাদে সবাই ছিলেন ব্যর্থ। উইকেট বিলিয়ে নয়, উইকেট দিয়ে আসতেই বাধ্য করেছিলেন টাইগার পেসাররা। লাইন-লেন্থ পড়তে না পেরে উইকেটের পেছনেই ক্যাচ দিয়েছেন চার ব্যাটার। বাকিদেরও চোখের জলে নাকের জলের মতো অবস্থা হয়ে উঠেছিল। সর্বশেষ পাকিস্তান আরেকটি টেস্ট হারের দ্বারপ্রান্তে। স্বাগতিকদের ১৮৪ রানের লক্ষ্যে টর্নেডো শুরু করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার সারা দিনে তাদের প্রয়োজন সাকুল্যে ১৪৩ রান। হাতে বাকি ১০ উইকেট। বৃষ্টি বেশি বেরসিক না হলে পাকিস্তানকে হোয়াইটওয়াশের চেয়ে কে বাঁচাতে পারে! রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগের টেস্টে ১০ উইকেটের জিতেছিল বাংলাদেশ। এবার নাজমুল হোসেন শান্তদের সামনে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি। দশে দশ পাওয়া বোলারদের কাজ আপাতত শেষ। এবার ব্যাট হাতে টাইগারদের প্রমাণের পালা। সেই প্রমাণেও তারা অনেকটা এগিয়ে গেছেন। ওপেনার জাকির হাসান ৩১ রানে আর সাদমান ইসলাম আছেন ৯ রানে অপরাজিত। বাজে আবহাওয়ার পর বৃষ্টিতে দিনের খেলা প- হওয়ার আগে বাংলাদেশেই জারি রেখেছিল প্রতাপ। রাওয়ালপিন্ডির টেস্ট মূলত চার দিনে শেষ হলো।

টেস্টের প্রথম দিন টসই হয়নি। বৃষ্টির পরের দিন পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে স্পিন ভেলকি। পরের দিন বিভীষিকার হতে যাওয়া থেকে মিরাজ-লিটনের ?জুটিতে রক্ষা। চতুর্থ দিনেই জয়ের সুঘ্রাণ। বৃষ্টি যদি বাগড়া না দেয়, তাহলে আজ সকালের সেশনেই জয়ের উদযাপন সেরে নিতে পারে বাংলাদেশ। পাকিস্তানের মাটি তো বটে, দলটির বিপক্ষে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। সব সিরিজে হয়েছিল হোয়াইটওয়াশ। ব্যতিক্রম এবারের সফরে। দুদলের ১৩তম টেস্টে বাংলাদেশের জয় এবং ১৪তম ম্যাচে আরেকটি হারের ক্ষণ গুনছে পাকিস্তান। শান মাসুদদের বিপক্ষে আজকের পরিকল্পনায় গতকালের দিনের নায়ক হাসান মাহমুদ বলেন, ‘(কত ওভারে জিতব) এটা বলা মুশকিল। যদি বৃষ্টি না হতো আজকে (গতকাল) আমরা চেষ্টা করতাম যে কীভাবে শেষ করা যায়। (এখন) কালকের (আজ) প্রথম সেশনে কীভাবে শেষ করা যায়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close