ক্রীড়া ডেস্ক
তবু আত্মবিশ্বাসী টেন হাগ
‘ওল্ড ট্রাফোর্ড’ ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ। হাতের তালুর মতো চেনা এই মাঠে গতকাল রাতে ধুঁকেছে ম্যানইউ। লিভারপুলের বিপক্ষে ন্যূনতম লড়াই করতে পারেনি এরিক টেন হাগের শিষ্যরা। প্রায় ৭৪ হাজার দর্শকের সামনে লজ্জার মাথা নোয়াতে হয়েছে তাদের। অল রেডসদের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। হার এবং শিষ্যদের পারফরম্যান্স মেনে নিতে কষ্ট হচ্ছে কোচ এরিক টেন হাগের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি হ্যারি পটার নই যে, জাদুর ছোঁয়ায় সব বদলে দেব।’ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার একটি মাত্র ম্যাচ তাদের পক্ষে, দুটিতে হেরেছে। এর পেছনে ফুটবলারদের চোট অনেকাংশে দায়ী। টেন হাগ বলেছেন, ‘বিষয়টা এমন নয় যে, আমি হ্যারি পটার। এটা আপনাকে স্বীকার করতেই হবে। তিনজন ছিল, যারা মৌসুমে প্রথমবার শুরুর একাদশে খেলেছে।’ এদিন ম্যাচের প্রথমার্ধের পর ব্রাজিলিয়ান কাসেমিরোকে তুলে নেন টেন হাগ। মূলত তার ভুলেই প্রথমার্ধে দুই গোল হজম করে লিভারপুল। এ ছাড়া ম্যানইউতে সদ্য যোগ দেওয়া মানুয়েল উগার্তেকে এখন পর্যন্ত নামাননি টেন হাগ। তার মতে, নতুনদের মানিয়ে নিতে এখনো সময়ের দরকার। বলেছেন, ‘মানুয়েল উগার্তে এক মিনিটও খেলেনি। তার ফিটনেসের উন্নতি দরকার। তারপর তাকে নিয়ে দল সাজাতে হবে। আমি নিশ্চিত, সে দলে অবদান রাখবে।’
টেন হাগের অধীনে ইউনাইটেড সর্বশেষ দুই মৌসুমে একটি লিগ কাপ এবং একটি এফএ কাপ জিতেছে। ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় মৌসুম কাটানো ডাচ কোচের মতে এবারও মৌসুমের শেষ দিকে ট্রফি জয়ের সুযোগ তৈরি করবে তার দল, ‘মৌসুমে মাত্র তৃতীয় ম্যাচ গেল। অনেকবারই বলেছি আমাদের নতুন দল তৈরি করতে হবে। আমাদের উন্নতি করতে হবে।
আমি খুবই আত্মবিশ্বাসী মৌসুমের শেষ দিকে আরেকটি ট্রফি হাতে তোলার বড় সুযোগ পাব আমরা।’
"