ক্রীড়া প্রতিবেদক

  ০৩ সেপ্টেম্বর, ২০২৪

বিগ ব্যাশে বাংলাদেশের ‘নতুন বাঘ’

বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন বিগ ব্যাশ লিগে (বিবিএল) হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। রবিবার অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে তাকে দলে ভিড়িয়েছে তাসমানিয়ার এ ফ্র্যাঞ্চাইজি।

হারিকেন্স তাদের সোশ্যাল মিডিয়ায় রিশাদকে স্বাগত জানিয়ে বলেছে, ‘বাংলাদেশের এক বাঘ হারিকেন্সে যোগ দিল। উত্তেজনাপূর্ণ তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে স্বাগতম, যিনি বিবিএলে ঝড় তুলবেন।’

সাকিব আল হাসানের পর বিবিএলে খেলা রিশাদ হবেন দ্বিতীয় বাংলাদেশি। এর আগে সাকিব অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিশাদ। ১৪ উইকেট নিয়েছিলেন এ ডানহাতি লেগ স্পিনার। এছাড়া তিনি বাংলাদেশের হয়ে ২৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close