ক্রীড়া ডেস্ক

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

রাফিনহার হ্যাটট্রিকে বার্সার গোলবন্যা

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে রিয়াল মাদ্রিদ। তিন ম্যাচের দুটিতেই পয়েন্ট খুইয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুযোগ দারুণভাবে কাজে লাগাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। জয়রথ ছুটেই চলছে কাতালানদের। লিগে টানা চতুর্থ ম্যাচে জয়ের ধারায় আছে হান্সি ফ্লিকের দল। বার্সার সর্বশেষ জয়টি এসেছে গত শনিবার রাতে। যেখানে ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদকে ৭-০ গোলে চূর্ণ করেছে কাতালান জায়ান্টরা। বার্সার বিরাট জয়ের নায়ক রাফিনহা। দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এ ছাড়া সতীর্থকে দিয়ে রাফিনহা নিজেও করিয়েছেন এক গোল।

নতুন মৌসুমে বার্সার এ ছন্দের একক নায়ক কেউ নন। সম্মিলিত প্রচেষ্টায় এগোচ্ছে তারা। তবু আলাদাভাবে তিনজন ফুটবলারের নাম বলতে হয়। চার ম্যাচে রাফিনহা তিন গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন। রবার্ট লেভানডফস্কি করেছেন চার গোল। সঙ্গে একটি অ্যাসিস্ট। লেমিন ইয়ামালের পাঁচ অ্যাসিস্টের পাশাপাশি একটি অ্যাসিস্ট রয়েছে। ভায়াদোলিদের বিপক্ষে আগুন ঝরিয়েছেন তিনজনই। প্রথমার্ধে এক গোল করা রাফিনহা বিরতির পর করেছেন আরো ?দুটি। তার হ্যাটট্রিকের আগে পরে জালের ঠিকানা খুঁজে নেন লেভা, জুলস কুন্ডে, ড্যানি ওলমো ও ফেরান তোরেস। ইয়ামাল গোল না পেলেও দুটিতে রেখেছেন অবদান। সবমিলিয়ে দুর্দান্ত একটা দলগত পারফরম্যান্স উপহার দিয়েছে বার্সা। লিগের চলতি মৌসুমে একমাত্র দল হিসেবে শুরুর চারটি ম্যাচেই জিতেছে তারা। ১২ পয়েন্ট নিয়ে বার্সা ধরে রেখেছে টেবিলের শীর্ষস্থান। সমান ৮ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পাঁচে নেমেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত এ ব্রাজিলিয়ান বললেন, ‘জানি না, এটাই আমার সেরা পারফরম্যান্স কি না। তবে অবশ্যই সেরাগুলোর একটি। খুবই খুশি আমি, আমার প্রথম হ্যাটট্রিক এটি। চেষ্টা করব সামনে আরো ভালো খেলতে এবং যত বেশি সম্ভব (গোল) করতে। দলকে জেতাতে পেরে আমি উচ্ছ্বসিত। খুব ভালো লাগছে। ছুটি থেকে ফেরার পর কঠোর পরিশ্রম করে চলেছি। তার ফল মিলছে। জানতাম, আমার জন্য এ মৌসুম খুব গুরুত্বপূর্ণ এবং সতীর্থদের সহায়তা করার জন্য নিজেকে সেরা রূপে রাখতে হবে আমাকে।’

এদিকে গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো শেষ। একজন উইঙ্গার দলে টানতে না পারার আক্ষেপ রয়েছে দলে। তবে সেতার কোনো প্রয়োজন দেখছেন না রাফিনহা, আজকের ম্যাচেই ফুটে উঠেছে যে, নতুন কোনো ফুটবলার আনার প্রয়োজন নেই আমাদের। আমরা খুব ভালো ফর্মে আছি।

ম্যাচে ও অনুশীলনে নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছে গোটা দল। আমরা একতাবদ্ধ থেকে মাঠে নামায় কাজ করছি এবং আজকের ম্যাচের ফলেই সেটিই প্রতিফলন পড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close