ক্রীড়া ডেস্ক

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

অপ্রতিরোধ্য হালান্ড হোঁচট আর্সেনালের

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেই জ্বলে উঠলেন আর্লিং হালান্ড। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন নরওয়েজান স্ট্রাইকার। সর্বশেষ শনিবার রাতে ওয়েস্টহামের বিপক্ষে তিন গোল পেয়েছেন হালান্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে লন্ডন স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। এদিকে সিটির জয়ের রাতে হোঁচট খেয়েছে গত মৌসুমের রানার্সআপ আর্সেনাল। তৃতীয় ম্যাচে থেমেছে গানারদের জয়যাত্রা। শনির রাতে ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ১০ জনের আর্সেনাল। লিগের চলতি মৌসুমে এ প্রথম পয়েন্ট হারাল দল দুটি।

লিগের চলতি মৌসুমে এটা পেপ গার্দিওলার দলের তিন ম্যাচে তৃতীয় জয়। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল সিটি। তাদের দারুণ জয়ের নায়ক হালান্ড। গতকাল রাতে লিগ ক্যারিয়ারের অষ্টম হ্যাটট্রিক করছেন তিনি। প্রথমার্ধের দুই গোলের পর ম্যাচের শেষ দিকে জালের ঠিকানা খুঁজে নেন নরওয়েজান সেনসেশন। ম্যাচের বয়স তখন ৩০ মিনিট পেরিয়েছে মোটে।

ধারাভাষ্যকার বললেন, এখনো পর্যন্ত মাত্র ৭ বার বলে স্পর্শ করেছেন আর্লিং হালান্ড। কিন্তু এর মধ্যেই তিনি হ্যাটট্রিকের কাছে। মাঠে তাকে বল পায়ে চোখে পড়বে হয়তো সবচেয়ে কম সময়, কিন্তু তার কার্যকারিতা সবচেয়ে বেশি। এটা তিনি প্রমাণ করেছেন অনেকবারই। এ ম্যাচও ছিল তেমনই এক ম্যাচ। ঠিকই করেছেন আরেকটি হ্যাটট্রিক। ম্যাচের পর ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, এ হালান্ডকে আটকানো অসম্ভব। এসব প্রশংসা, এত প্রস্তুতি, সবই মনে হতে পারে পুরোনো। আদতেও সবই পুনরাবৃত্তি। হালান্ডের পারফরম্যান্সেও যে পুনরাবৃত্তি চলছে। গত সপ্তাহেই ইপ্সউইচ টাউনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেটির রেশ থাকতেই থাকতেই শনিবার উপহার দেন আরো একটি হ্যাটট্রিক। এবারই প্রথম নয়, টানা দুই ম্যাচে হ্যাটট্রিক তিনি আগেও করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক দুই দফায় করা দ্বিতীয় ফুটবলার তিনি। আগে এ কীর্তি গড়েছিলেন কেবল হ্যারি কেইন। ৮ হ্যাটট্রিক নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ হ্যাটট্রিক তার। অথচ এখানে তার মাত্র তৃতীয় মৌসুমের শুরু হলো। বয়স এখনো কেবল ২৪। সব মিলিয়ে সিটির জার্সিতে ১১ হ্যাটট্রিক হয়ে গেল তার।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে এ ম্যাচের হ্যাটট্রিকে তার তিনটি গোলই ছিল দারুণ ফিনিশিংয়ের ফল। একজন জাত স্ট্রাইকার যেমন করেন। আগের ম্যাচে তার হ্যাটট্রিকের পর গার্দিওলা বলেছিলেন, গোল করার দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে তুলনা করা মতো হালান্ড। একই কথা অবশ্য তিনি আগেও বলেছেন। এবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে হ্যাটট্রিকটি যেভাবে করেছেন এ ফরোয়ার্ড, তাতে আরো একবার মুগ্ধতার শেষ নেই সিটি কোচের। প্রথম গোলে, বের্নার্দো (সিলভা) বলটি পেয়ে পাস দেয়, এরপর তার (হালান্ড) ফিনিশিং, পরের গোলে তার জোরাল, কিংবা তৃতীয় গোলে যেভাবে জায়গা বানিয়ে ছুটেছে, এটাকে বলা যায় অপ্রতিরোধ্য। কোনো সেন্ট্রাল ডিফেন্ডারের পক্ষে আটকানো সম্ভব নয়। এত গতিময়, এতটা শক্তিশালীৃ এটা স্রেফ অসম্ভব।

সিটিতে নাম লেখানোর পর গত দুটি মৌসুমেই প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন হালান্ড। গত মৌসুমটি অবশ্য আগের মৌসুমের মতো অতটা দুর্দান্ত ছিল না। চোটের কারণে দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। আরো কিছু ম্যাচ খেলতে হয়েছিল অস্বস্তি নিয়ে। তারপরও ২৭ গোল করেছিলেন তিনি। এবার চোট নেই, ক্লান্তি নেই। প্রথম তিন ম্যাচেই হয়ে গেছে ৭ গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে মৌসুমের প্রথম তিন ম্যাচে এত গোল আর ছিল না কারও।

আগের ম্যাচের পরই হালান্ড বলেছিলেন, চোট ও ক্লান্তিমুক্ত থাকতে পারাতেই মৌসুমের শুরুটা এতটা ভালো হয়েছে তার। এ ম্যাচে হ্যাটট্রিকের পর স্কাই স্পোর্টসকে এককই কথা বললেন তিনি। খুব ভালো অনুভব করছি। প্রাণশক্তিতে ভরপুর মনে হচ্ছে। মৌসুম শেষে লম্বা ছুটি পেয়েছিলাম, প্রাক-মৌসুমেও লম্বা প্রস্তুতি নিতে পেরেছি। এখানে আসার পর সবকিছু খুব দ্রুত এগোচ্ছিল। এখন কিছুটা বিশ্রাম পেয়েছে আমার শরীর ও পা। এখন আমি আরো বেশি কিছুর জন্য তৈরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close