ক্রীড়া প্রতিবেদক

  ১৫ আগস্ট, ২০২৪

লড়াই করে হারল বাংলাদেশ এইচপি দল

অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ এইচপি দল। ফলে ৯ দলের টপ অ্যান্ড সিরিজে তিন ম্যাচের প্রথমটিতে জিতে পরপর দুই ম্যাচ হারে বাংলাদেশ। তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে। ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। প্রথম ধাক্কা লাগে তানজিদ হাসান তামিমের আউটে। ৫ বলে মাত্র এক রান করে আউট হন এ ওপেনার। তামিমের পর একে একে আউট হতে থাকেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব।

টপ অর্ডারের এমন ব্যর্থতার দিনে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন আরেক ওপেনার জিসান আলম। তার ব্যাটে আসে ২১ বলে ২৬ রান। তবে মিডল অর্ডারে ঠিকই রানের দেখা পায় বাংলাদেশের ব্যাটাররা। আকবর আলী এবং শামীম হোসেনের জুটি আশা দেখায় লড়াই করার মতো পুজি সংগ্রহের। অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৬ রান। তিনটি চার ও একটি ছয়ে শামীম খেলেন ৩২ বলে ৪২ রানের ইনিংস। শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বির ৭ বলে ১৬ রানের ইনিংসে বাংলাদেশ এইচপি দলের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪৭ রান। দ্বিতীয় ইনিংসের তৃতীয় বল। রিপন মন্ডলের বলে ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চলে উড়িয়ে মারেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের ওপেনার জন কান। সেখানে থাকা ফিল্ডার রাকিবুল হাসান ভুল করেননি বল তালুবন্দি করতে। ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১ রানেই হোচট খায় অস্ট্রেলিয়ার দলটি। শূন্য রানে আউট হন ওপেনার, সে সঙ্গে ম্যাচে নিজেদের কর্তৃত্বের ইঙ্গিত পায় বাংলাদেশ হাই পারফরম্যান্স দল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close