ক্রীড়া প্রতিবেদক

  ১৫ আগস্ট, ২০২৪

অনুশীলনে যোগ দিলেন সাকিব

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা সবাই একসঙ্গে গেলেও কানাডায় টি-২০ লিগ খেলা সাকিব সরাসরি লাহোরে এসে বাকিদের সঙ্গে যোগ দিয়েছেন।

বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে টাইগারদের অনুশীলনের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট হাতে অনুশীলন করে নিজেকে প্রস্তুত করছেন সাকিব। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তাকে কথা বলার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে।

এ সিরিজে দেশসেরা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত তাকে নিয়েই বাবর-রিজওয়ানদের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আগে থেকেই দেশের বাইরে আছেন। রাজনৈতিক পালাবদলে তার দেশে ফেরা ও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা ছিল।

গত সোমবার ক্রিকেট বোর্ডের কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাবেক অধিনায়ক সাকিবকে নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর খোলামেলাভাবেই দেন।

সাকিবকে স্কোয়াডে নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচকের সাফ কথা ছিল, ‘অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন শীর্ষ খেলোয়াড়। নির্বাচনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close