ক্রীড়া ডেস্ক

  ১৫ আগস্ট, ২০২৪

বাংলাদেশ ভারত ম্যাচের ভেন্যু বদল

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে যাবে বাংলাদেশ। সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সিরিজ সূচিতে একটি ম্যাচের ভেন্যু পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ভেন্যু বদলের তথ্যটি জানিয়েছে ভারতীয় বোর্ড। আগামী ৬ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। কিন্তু ম্যাচটি সেখান থেকে সরিয়ে নিয়েছে বিসিসিআই। একই সময়ে গোয়ালিয়রে ম্যাচটির মঞ্চায়ন করা হবে। ড্রেসিংরুম ও সংস্কার কাজের জন্য ভেন্যু বদলের কারণ হিসেবে জানিয়েছে বিসিসিআই। হিমাচল প্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন সংস্কার কাজের কথা আগেই জানিয়েছিল বিসিসিআইকে। অবশ্য এর আগেই বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করা হয়েছিল। এ ভেন্যু থেকে এ নিয়ে দ্বিতীয়বার দুটি আন্তর্জাতিক ম্যাচ সরিয়ে নিল বিসিসিআই। গত বছর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ মাঠে ভারতের টেস্ট খেলার কথা ছিল। কিন্তু ভেন্যু বদল করে ইনদোরে নিয়ে যায় বিসিসিআই।

অবশ্য একটি ম্যাচের ভেন্যু বদল হলেও দুই সিরিজের বাকি সবকিছু ঠিকঠাক থাকবে। আগামী ৯ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আয়োজন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close