ক্রীড়া প্রতিবেদক

  ১০ আগস্ট, ২০২৪

বাফুফের সহসভাপতি মুর্শেদীর পদত্যাগ

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএফএফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করে আসা মুর্শেদী, সম্প্রতি বিলুপ্ত আওয়ামী লীগ সরকারের আমলে একজন সংসদ সদস্যও ছিলেন। তিনি পেশাদার ফুটবল লীগ কমিটি, বাফুফের অর্থ কমিটি এবং রেফারি কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন।

সম্প্রতি মে মাসে ফিফা অ্যাডজুডিকেটরি কমিউনিটি কর্তৃক মুর্শেদীকে জরিমানা করা হয়। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফুটবল সমর্থক গোষ্ঠী বাংলাদেশ ফুটবল আলট্রাস তাকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close