ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তা চেয়ে সেনাবাহিনীকে বিসিবির চিঠি
ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকেই বাংলাদেশের ওপর নজর রাখছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমনকি বাংলাদেশে আয়োজন না করে গেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে অনানুষ্ঠানিকভাবে সেটার বিকল্পও ভেবে রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। যেখানে আলোচনায় আছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার নাম।
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। এমন অবস্থায় অক্টোবরে বাংলাদেশে হতে যাওয়া বিশ্বকাপের সঙ্গে সম্পৃক্ত সবার নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছে আইসিসি। ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করতে তোড়জোড় শুরু করতে হচ্ছে দেশের ক্রিকেট বোর্ডকেও।
যদিও সরকার পতনের পর আওয়ামী লীগ সরকার সমর্থিত কয়েকজন বোর্ড কর্তা দেশে নেই বলে জানা গেছে। যারা দেশে আছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশে বিশ্বকাপ রাখার। আইসিসির মেইল পাওয়ার পর বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা চেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানকে চিঠি দিয়েছে বিসিবি।
সেনাবাহিনীর কাছে উত্তর পাওয়ার পর আইসিসির সঙ্গে কথা বলবেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রতিদিনের সংবাদকে জানিয়েছেন, আগামী ১১ কিংবা ১২ আগস্ট আইসিসিকে নিজেদের অবস্থান পরিষ্কার করবেন। তিনি আরো নিশ্চিত করেছেন, ১০ দলের নারী টি-টোয়েন্টি আয়োজনে বিসিবি বেশ প্রত্যয়ী।
এ প্রসঙ্গে বিসিবির সেই কর্মকর্তা বলেন, ‘আইসিসির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রধান নির্বাহীর পক্ষ থেকে আমরাও সেনাবাহিনীকে চিঠি দিয়েছে। আমরা তাদের কাছে নিরাপত্তার আশ্বাস চেয়েছি। তারা উত্তর দিলে আইসিসির কাছে আমাদের অবস্থান পরিষ্কার করব। বিশ্বকাপ আয়োজনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হাতে কয়েকদিন সময় আছে, দেখা যাক কী হয়।’
গত মে মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে আয়োজক স্বাগতিক বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপ। তাদের সঙ্গে সেমিফাইনালে যেতে লড়াই করবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব পেরিয়ে আসা স্কটল্যান্ড।
‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। কদিন আগে এশিয়া কাপ জেতা লঙ্কানরা বাছাই পর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। ১০ দলের টুর্নামেন্ট শুরু হবে ৩ অক্টোবর এবং ফাইনাল ২৩ অক্টোবর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পুরো বিশ্বকাপ।
"