ক্রীড়া প্রতিবেদক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ
অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তর বণ্টন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাত্র ২৫ বছর বয়সি এ তরুণ বৃহস্পতিবারই তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে এ দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন। গত জানুয়ারি থেকে এ দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ সভাপতি। পাপনের আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জাহিদ আহসান রাসেল। কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে থাকা গতবারের মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তার। সেবারই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছে পূর্ণমন্ত্রী। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পাপন।
পাপনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব প্রদানের মধ্য দিয়ে ৩৪ বছর এ মন্ত্রণালয় পেয়েছিল একজন পূর্ণ মন্ত্রী। সর্বশেষ যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জাতীয় পার্টির সরকারের আমলে নিতাই রায় চৌধুরী (১৯৯০ সাল)। তার আগে তিনিও প্রতিমন্ত্রী ছিলেন। নিতাই রায় চৌধুরীর পর বিগত বছরগুলোয় প্রতিমন্ত্রীরাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর থেকে প্রতিমন্ত্রী ছাড়াও দুবার তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টারা এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
আসিফ, পাপন ও নিতাই রায় চৌধুরীর আগে এ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ইউসুফ আলী, শামসুল হুদা চৌধুরী, জাকির খান চৌধুরী, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও সুনিল কুমার গুপ্ত। এ মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন একমাত্র আরিফ খান জয়। জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক ২০১৪ সালে প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সঙ্গে ৫ বছর ছিলেন মন্ত্রণালয়ে।
"