ক্রীড়া ডেস্ক
হার্ভার্ডের ছাত্রী যখন ট্র্যাকের সেরা
২০২৪ প্যারিস অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড এমনিতেই একটা জায়গায় আলাদা হয়ে আছে। অ্যাথলেটিকস ট্র্যাকের রং দেখে এত দিন অর্ণবের গানের সুরে একটাই প্রশ্ন করার ছিল লাল না হয়ে নীল হলো ক্যান? যেখানে প্যারিসে ট্র্যাকের রং লালও নয়, নীলও নয় বেগুনি। উদ্দেশ্য, আলাদা হয়ে থাকা। অনেক বছর পরও ছবি বা ভিডিও দেখামাত্রই যাতে সবাই বুঝে ফেলতে পারেন, এটা প্যারিস ২০২৪। ট্র্যাকের টেকনিক্যাল অংশটাও বেগুনি, তবে রংটা একটু গাঢ়। আর বাঁকের পাশে বাড়তি জায়গাটা ধূসর। ১০০ বছর আগে প্যারিসে সর্বশেষ অলিম্পিকের অ্যাসফল্ট ট্র্যাকের রংটাও এমনই ছিল। সেই স্মৃতি ফিরিয়ে আনতেই এই রং।
গত বুধবার রাতে স্তাদ দে ফ্রান্সের সেই বেগুনি ট্র্যাক অন্য রকম একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকল। টোকিও অলিম্পিকে একটি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছিলেন। যে একটা রঙের পদকই বাকি ছিল, সেটিও জিতে পদকের সেট পুরো করে ফেললেন গ্যাব্রিয়েল টমাস। এমন একটা দৌড়ে, যেটিতে ট্র্যাকের বাঁকটাও একবার ঘুরতে হয়। সেই বাঁকের পর থেকেই বলতে গেলে মেয়েদের ২০০ মিটারে কে জিতছেন, এ নিয়ে আর কোনো সংশয় থাকেনি। ইতিহাস অবশ্যই এটা নয়। অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আরো কতজন এর চেয়ে বড় কিছু করে রেখেছেন। ২০০৮ বেইজিং অলিম্পিকে টেলিভিশনে যাকে দৌড়াতে দেখে গ্যাব্রিয়েল টমাসের অ্যাথলেটিকসে আসা, সেই অ্যালিসন ফেলিক্স যেমন ৭টি সোনা, ৩টি রুপা আর ১টি ব্রোঞ্জ জিতেছেন।
তুলনাটা একটু বেখাপ্পাই হয়ে গেল। অ্যালিসন ফেলিক্সের মোট ১১ পদক অলিম্পিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডেই সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড। তারপরও তিন রঙের একটি করে মোট তিনটি পদকজয়ী প্রসঙ্গে ফেলিক্সকে টেনে আনার কারণ, নানি বাড়িতে টেলিভিশনে তাকে দেখেই ১১ বছরের কিশোরীর দৌড়ের প্রেমে পড়া।
"