ক্রীড়া ডেস্ক
০৬ আগস্ট, ২০২৪
এক নতুন মুখ নিয়ে শ্রীলঙ্কা সিরিজের ইংল্যান্ড দল
আসনড়ব শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ওপেয়ার জ্যাক μুলি। তার জায়গায় নতুন মুখ হিসেবে দলে এসেছেন ড্যান লরেন্স। এই সিরিজে প্র মবার টেস্ট দলে সুযোগ পেলেন জর্ডান কক্স। রোববার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস μিকেট বোর্ড (ইসিবি)। এই সিরিজে শুধু μুলিই ছিটকে যাননি। তার সঙ্গে কপাল পুড়েছে ডিলন পেনিংটনের। ‘দা হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলার সময় হ্যামস্ট্রিং চোটে পড়েছেন এই ফাস্ট বোলার। তার জায়গায় সুযোগ পেয়েছেন
অলি স্টোন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন