ক্রীড়া ডেস্ক

  ০৬ আগস্ট, ২০২৪

‘এমবাপ্পে এলেও রেয়ালে বেলিংহ্যামের ভূমিকা বদলাবে না’

কিলিয়ান এমবাপে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে চলছে আলোচনাটি। সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির আক্রমণভাগে জুড বেলিংহ্যামের ভূমিকা এখন কী হবে? রেয়াল কোচ কার্লো আনচেলত্তি জানালেন, ইংলিশ মিডফিল্ডারের ভূমিকায় কোনো বদল হবে না; আগের মতোই তিনি গুরুত্বপূর্ণ থাকবেন। বেলিংহ্যাম মূলত মিডফিল্ডার; তবে গত মৌসুমে দলের আক্রমণে দারুণ উজ্জ্বল ছিলেন তিনি। ২১ বছর বয়সী এই তরুণ ৪২ ম্যাচে ২৩ গোল করে দলের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। এই গ্রীষ্মে পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে এমবাপে রেয়ালে যোগ দেওয়ার পর গুঞ্জন ওঠে, আক্রমণভাগে ফরাসি ফরোয়ার্ডকে জায়গা করে দিতে বেলিংহ্যামকে হয়তো মিডফিল্ডে আগের চেয়ে নিচে নেমে খেলতে হবে। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিলেন আনচেলত্তি। “বেলিংহ্যামের বেলায় কোনো কিছুই বদলাবে না; কিছুই না। প্রম মৌসুমে সে আমাকে

অনেক বিস্মিত করে; কেননা, সে তার চমৎকার মান দেখিয়েছিল। আসলেই সে পরিণত একজন মানুষ। পরের মৌসুমেও

তার ভূমিকায় কোনো পরিবর্তন আসবে না।” “যে খেলোয়াড় আমাদের আছে, তাদের মধ্যে সেরাদের একজন হবে সে। সে দলকে তার মান দিয়ে অনেক সহযোগিতা করছে।” রেয়ালের হয়ে প্রম মৌসুমে আলো ছড়ালেও সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে পথ দেখাতে পারেননি বেলিংহ্যাম। তাতে সমালোচকদের তোপের মুখে পড়তে হয় তাকে। খেলোয়াড়দের টানা খেলার ‘ক্লান্তি’ নিয়ে কথা উঠেছিল। বার্লিনের ফাইনালে উঠলেও ইংল্যান্ড পারেনি ইউরো জিততে। স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে রানার্সআপ হয় গ্যারেথ সাউথগেটের দল। তবে আনচেলত্তি মনে করেন, ইউরোতেও ভালোই ছিল

বেলিংহ্যামের পারফরম্যান্স। “এটা একটা অভিমত; কিন্তু (আমার মতে) বেলিংহ্যাম ইউরোতে বেশ ভালো খেলেছিল। ইংল্যান্ড আসলেই ভালো খেলেছিল, তারা ফাইনালে উঠেছিল এবং জয়ের খুব কাছাকাছি ছিল। আমি জানি না, খেলোয়াড়রা কিভাবে এই ধরনের ম্যাচের জন্য ক্লান্ত হয়।” “সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা প্রতি তিন দিনে একটি করে ম্যাচ খেলতে অভ্যস্ত। তারা সেটার সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং কোনো সমস্যা ছাড়াই মৌসুম শেষে ক্লাবে ফিরে এসেছে।”

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close