ক্রীড়া ডেস্ক

  ০৫ আগস্ট, ২০২৪

অলিম্পিক টেনিসে চীনের নতুন ইতিহাস

সাম্প্রতিক বছরগুলোয় সাফল্য বিবেচনায় ক্লে কোর্টের রানী ইগা সিয়াতেক। সেমিফাইনালে তিনবারের এ চ্যাম্পিয়নকে বিদায় করে চমকে দিয়েছিলেন চীনের অখ্যাত ঝেং কিনওয়েন। ফাইনালেও বাজিমাত করলেন তিনি। জিতলেন প্যারিস অলিম্পিকের টেনিস ইভেন্টের নারী এককের স্বর্ণপদক।

শনিবার রোলাঁ গারোতে স্বর্ণপদকের লড়াইয়ে ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন ঝেং। তিনি জিতেছেন ৬-২, ৬-৩ গেমে। এ জয়ে দেশের হয়ে ইতিহাস গড়লেন ২১ বছর বয়সি ঝেং। চীনের প্রথম নারী হিসেবে টেনিসের এককে চ্যাম্পিয়ন হলেন তিনি। ইতিহাস গড়ার আনন্দে আত্মহারা চায়নিজকন্যা লাল শুরকির কোর্টে শুয়ে পড়লেন। তবে মেয়েদের এককে প্রথম হলেও টেনিসে দেশের হয়ে তিনিই প্রথম স্বর্ণজয়ী নন। দেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে টেনিস কোর্ট থেকে স্বর্ণপদক নিয়ে গেলেন ঝেং। ২০০৪ সালে প্রথমবার চীন টেনিস ইভেন্ট থেকে স্বর্ণপদকের স্বাদ পায়।

অ্যাথেন্স অলিম্পিকে মেয়েদের ডাবলসে দেশকে সোনা এনে দেন লি তিং ও সুন তিয়ানতিয়ান। এবার তাদের সঙ্গী হলেন ঝেং। ভেকিচকে হারানোর পর ঝেং বলেছেন, ‘অবিশ্বাস্য লাগছে। এ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি গর্বিত যে, দেশকে স্বর্ণপদক এনে দিতে পেরেছি। আমি খুব খুশি।’

প্যারিস অলিম্পিকের শুরু থেকেই দাপট দেখাচ্ছেন চীনের ক্রীড়াবিদরা। এখন অবধি দেশটি পদক জিতেছে ৩৬টি। তন্মধ্যে ১৬টিই সোনা। শীর্ষে আছে তারাই। এ ছাড়া ১১টি রুপা ও ৯টি ব্রোঞ্জ পেয়েছে চীন। ফ্রান্স ও অস্ট্রেলিয়া ১২টি করে স্বর্ণপদক গলায় ঝুলিয়েছে। টানা তিন গেমসের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র এবার একটু পিছিয়ে আছে। ১১টি সোনা গেছে দেশটিতে। তবে সর্বোচ্চ ৫১টি পদক জিতেছেন মার্কিন ক্রীড়াবিদরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close