ক্রীড়া ডেস্ক
অলিম্পিকের ইতিহাসের পাতায় লাতিনিনার পাশে লেডেকি
দুর্দান্ত প্রাপ্তির হাতছানিতে সুইমিংপুলের নীল জলে নেমে ৮০০ মিটার ফ্রি স্টাইলে ঝড় তুললেন কেটি লেডেকি। প্যারিস অলিম্পিকসে আরেকটি স্বর্ণপদকে আঁকলেন চুমো। তাতে তিনি হয়ে গেলেন ইতিহাসের অংশ। নারী-পুরুষ মিলিয়ে সব প্রতিযোগিতার হিসেবে অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী লেডেকির স্বদেশি মাইকেল ফেলপস ২৮টি। নারী অ্যাথলেট হিসেবে সবচেয়ে বেশি পদক সৌভিয়েত ইউনিয়নের (বর্তমানে রাশিয়া) লারিসা লাতিনিনার (১৮টি)।
এ লাতিনিনার একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন লেডেকি। শনিবার ৮ মিনিট ১১ দশমিক ৪ সেকেন্ড সময় নিয়ে ৮০০ মিটার ফ্রি স্টাইলে সেরা হওয়ার সুবাদে এখন অলিম্পিকসের ৯টি সোনা জেতা হয়ে গেল তার। অলিম্পিকসের ইতিহাসে এতদিন সবোর্চ্চ ৯টি সোনা জয়ের গল্প কেবল লেখা ছিল লাতিনিনার; সে পাতায় এবার নাম উঠল লেডেকিরও। ৯টি সোনা, ৪টি রুপা, ১টি ব্রোঞ্জ- সব মিলিয়ে লেডেকির অলিম্পিক পদক হলো ১৪টি। অলিম্পিকসের ইতিহাসে নারী সাঁতারু হিসেবে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড তিনি আগেই গড়েছিলেন, সেই রেকর্ড আরেকটু উঁচুতে তুললেন যুক্তরাষ্ট্রের এ সাঁতারু। রিও দে জেনেইরোর আসরে ৪টি সোনা ও একটি রুপা পেয়েছিলেন লেডেকি। টোকিওর গত আসরে জেতেন ২টি করে সোনা ও রুপা। এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিকসে পেয়েছিলেন একটি সোনা। ২৭ বছর বয়সি এ মার্কিন সাঁতারু প্যারিসে ব্যক্তিগত প্রাপ্তির খাতা খুলেছিলেন ৪০০ মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ জিতে। অলিম্পিকসে এটিই তার প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্রোঞ্জ পদক।
এরপর ১৫০০ মিটার ফ্রি স্টাইলে জেতেন সোনা। সর্বশেষ ২০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের হয়ে লেডেকি পেয়েছিলেন রুপা।
৮০০ মিটার ফ্রি স্টাইলে এ নিয়ে টানা ৪ অলিম্পিকসে সোনা জিতলেন লেডেকি। এ ইভেন্টে অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস ৮ মিনিট ১২ দশমিক ২৯ সেকেন্ড সময় নিয়ে রুপা এবং যুক্তরাষ্ট্রের পাইজি ম্যাডেন ৮ মিনিট ১৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।
"