ক্রীড়া প্রতিবেদক

  ০৪ আগস্ট, ২০২৪

পাকিস্তান সফর সামনে রেখে প্রস্তুতি শুরু বাংলাদেশের

বাংলাদেশ দলের পাকিস্তান সফরের প্রস্তুতি শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। সূচি অনুযায়ী বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে ক্রিকেটারদের ‘ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট’ হওয়ার কথা ছিল। তবে বৈরি আবহাওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। যদিও ক্রিকেটাররা শনিবার স্ট্রেংথ টেস্ট দিয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন ১৪ জন ক্রিকেটার। পরবর্তীতে সময় সুযোগ বুঝে আবারও রানিং টেস্টের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ফিজিও বায়জেদুল ইসলাম।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘পাকিস্তান সফরকে সামনে রেখে কাল থেকে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ক্রিকেটারদের শেষ মুহূর্তের প্রস্তুতি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটি কাটিয়ে শুক্রবার ঢাকায় ফিরেছেন এ শ্রীলঙ্কান।’ ক্যাম্পে থাকা ক্রিকেটারদের মধ্যে অনেকে ‘এ’ দলের হয়ে পাকিস্তানে শাহীন্সের বিপক্ষে চারদিনের ও সীমিত ওভারের সিরিজে খেলবেন। ফলে সব ক্রিকেটারকে আবারও এক সঙ্গে পাওয়া নিয়েও শঙ্কা আছে। বিসিবি অবশ্য সুবিধাজনক সময়ে আবার রানিং টেস্ট নিতে আশাবাদী।

এ প্রসঙ্গে বাংলাদেশ দলের ফিজিও বলেছেন, ‘ক্যাম্পিং আজকে থেকেই শুরু হয়ে যাবে। স্কিল নিয়ে আগামীকালকে থেকে কাজ করবে। আর রানিং টেস্টটা আবহাওয়ার ওপর নির্ভর করছে। আমাদের প্লেয়ারদের পাওয়া না পাওয়ার ওপরও অনেক কিছু নির্ভর করবে। অনেক প্লেয়ার ‘এ’ দলে চলে যাবে। পরবর্তীতে জাতীয় দলের প্রোগ্রামে যোগ হবে। সময় বের করে হয়তো পরিকল্পনা করা হবে।’ বাংলাদেশ দলের এ ফিটনেস ক্যাম্পের দেখভাল করছেন জাতীয় দলের ট্রেনার ন্যাথান কিলি। এরই মধ্যে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তাদের নিয়েই শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প।

এদিকে সর্বশেষ বিপিএল চলাকালে কিছু দিনের জন্য লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন। এরপর পুরো দমে সীমিত ওভারের ক্রিকেটে খেললেও সাদা পোশাকের ক্রিকেটে দেখা যায়নি তাকে। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেও খেলেননি তিনি।

সে সঙ্গে গত কিছুদিন ধরে কাঁধের চোটে ভুগছেন তাসকিন। ফলে তারা টেস্টে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন চোট পুরোপুরি কাটিয়ে না উঠলেও টেস্ট খেলতে পারেন তাসকিন। এ ডানহাতি পেসার যদি ঠিক মতো রিহ্যাব করেন এবং নিজের অনুশীলন চালিয়ে যান তাহলে পাকিস্তান সিরিজ দিয়েই মাঠে দেখা যেতে পারে তাকে। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলায় লম্বা স্পেলে বল করতে হয়নি তাসকিনকে। তাই লাল বলের ক্রিকেটে ফেরার আগে নিজে সেভাবেই প্রস্তুত করতে হবে এ পেসারকে।

তাসকিনকে নিয়ে বিসিবির এ ফিজিও বলেন, তাসকিনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। কিন্তু বিসিবির সিদ্ধান্ত তো এভাবে আসবে না... তাসকিন এতদিন টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য খেলাধুলা করেছে। ওই সময় লম্বা স্পেলে বল করা হয় না। ওর কাঁধের একটা ব্যাপার ছিল। আমরা বিশ্বকাপের সময় সেটা রিচেক করিয়ে নিয়ে এসেছি। বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সেই সময় তাসকিনের কাঁধের পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। তবে তার সেই চোটের কোনো পরিবর্তন দেখা যায়নি। এরপরও তাসকিনের টেস্ট খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বায়েজিদুল ইসলাম।

তিনি তাসকিনের টেস্ট খেলার সবুজ সংকেত দিয়ে বলেছেন, তাসকিনের যে ড্যামেজ ছিল সেটার কোনো পরিবর্তন হয়নি। এটা নিয়ে কিন্তু একটা প্লেয়ার খেলতে পারে। এটা নিয়ে সে যদি রিহ্যাভ ও ওয়ার্ক আউটগুলো করে তাহলে তাসকিন সার্ভাইভ করে যেতে পারবে। তাসকিন অবশ্যই অ্যাভেইএবল আছে। টেস্টে লম্বা সময় বল করতে হয় ধীরে ধীরে বিল্ডআপ করে খেলতে হয়। সে লম্বা সময় টি-টোয়েন্টিতে খেলছে। এ চেষ্টাটা করে যদি ভালো মনে হয় তাহলে টেস্ট খেলতে পারবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close