ক্রীড়া ডেস্ক

  ১৬ জুলাই, ২০২৪

রেকর্ড ৪৫ শিরোপার মালিক এখন মেসি

পুরো সময় মাঠে ছিলেন না। পায়ে চোট নিয়ে মাঠ ছাড়লেও লিওনেল মেসির নামের পাশে রেকর্ড লেখা থামেনি! গতকাল কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে মেসির অধিনায়কত্বে আর্জেন্টিনা। আর সেই সঙ্গে নিজের নামের পাশে আরও একটি অনন্য রেকর্ড যোগ করলেন এই কিংবদন্তি। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে!

সাম্প্রতিক সময়ে শিরোপা জয় যেন আর্জেন্টিনার নিত্যসঙ্গী। বিগত তিন বছরে তিনটি গুরুত্বপূর্ণ শিরোপা এবং ফিনিলিসিমায় চ্যাম্পিয়ন হয়েছে আকাশি-সাদা জার্সিধারীরা। এবারের কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে মেসি এক অনন্য সাফল্যের অধিকারী হলেন।

ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজকে পেছনে ফেলে মেসি এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ট্রফির মালিক। আলভেজ ৪৪টি ট্রফি জিতেছিলেন। এই রেকর্ডে এতদিন যুগ্মভাবে ছিলেন মেসিও। কোপা জয়ের পর মেসির ট্রফি সংখ্যা এখন ৪৫টি। চারটি ভিন্ন দলের হয়ে খেলে এই অনন্য সাফল্য অর্জন করেছেন তিনি।

দীর্ঘ প্রতীক্ষার পর ২০২১ সালে আর্জেন্টিনাকে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা এনে দেন মেসি। এরপর বিশ্বকাপ ও এবার আবারও কোপা জয়ের মাধ্যমে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন মেসি। এছাড়া ইতালিকে হারিয়ে আর্জেন্টিনার হয়ে ফিনালেসিমা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন এই মহাতারকা।

মেসি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে। ক্লাবটির হয়ে তিনি জিতেছেন ১০টি লা লিগা, সাতটি কোপা ডেল রে, আটটি স্প্যানিশ সুপার কাপ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়া আছে তিনটি ক্লাব বিশ্বকাপ ও তিনটি উয়েফা সুপার কাপ।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর দুটি লিগ ওয়ান ও একটি লিগ কাপ জিতেছেন মেসি। বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়েও একটি লিগ কাপ জিতেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close