ক্রীড়া ডেস্ক
সেই কান্তেই এখন ফ্রান্সের ভরসা
ফ্রান্স জাতীয় দলে অনেকেই তার শেষটা দেখে ফেলেছিলেন। কিন্তু ফুরিয়ে যাননি এনগোলো কান্তে। এখনো ফ্রান্স এবং আন্তর্জাতিক ফুটবলকে কিছু দেওয়ার বাকি আছে তার। এটা ভেবেই কিনা দুই বছর পর অভিজ্ঞ এই মিডফিল্ডারকে দলে ডেকে পাঠিয়েছেন ফ্রান্স প্রধান কোচ দিদিয়ের দেশাম।
কোচের আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিচ্ছেন কান্তে। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে পরপর দুই ম্যাচে আলো ছড়িয়েছেন তিনি। দুটি ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতে। অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে সব আলো কেড়ে নেওয়া কান্তে নেদারল্যান্ডস ম্যাচেও ছিলেন দুর্দান্ত। পরশু রাতে লাইপজিগের মাঠ রেড বুল অ্যারিনায় ‘ডি’ গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স ও নেদারল্যান্ডস। এই ম্যাচে মুহুর্মুহু আক্রমণ করেও জালের নাগাল পায়নি ফরাসিরা। ফ্রান্সের আক্রমণের সুর বেঁধে দিয়েছিলেন কান্তে। পুরো ম্যাচে ১৫টি শট নিয়েছিল তারা। যদিও সাফল্য আসেনি তাতে।
তবে গোল না পেলেও পুরো ম্যাচে নেদারল্যান্ডসকে ভালোই চাপে রেখেছে ফ্রান্স। সেটির অন্যতম নায়ক কান্তে। মধ্যমাঠে একক আধিপত্য দেখিয়েছেন ৩৩ বছর বয়সি এই তারকা। পুরো ম্যাচে চারটি ডুয়েল জিতেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কান্তে গোলের পরিষ্কার সুযোগ তৈরি করেছেন তিনটি। যদিও সতীর্থদের ব্যর্থতায় গোল পায়নি ফ্রান্স। ইউরোতে এ নিয়ে টানা তিন ম্যাচে গোল করতে পারেননি ফরাসিদের কেউ।
শুধু গোলের সুযোগ তৈরিই নয়, নিজেও গোলের উদ্দেশ্যে দুটি শট নিয়েছেন কান্তে। যদিও ফল পাননি। আক্রমণে যাওয়ার পাশাপাশি কয়েকবার রক্ষণে নেমে এসেছেন তিনি।
"