ক্রীড়া প্রতিবেদক

  ০৭ জুন, ২০২৪

সাকিবের হাস্যকর মন্তব্য

দলের টানা খারাপ পারফরম্যান্স একপ্রকার বিরক্তির কারণ হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কাছে। এ ছাড়া দলের বিভিন্ন কাজ নিয়েও বিরক্ত তারা। পারফরম্যান্সের আগে ক্রিকেটাররা বলে থাকেন, দোয়া করবেন। মাঠে নিবেদন যেমনই হোক, যেন দোয়াই পারে টাইগারদের দুর্দশা থেকে উত্তরণ ঘটাতে। দল পারফরম্যান্সে নয়, যেন দোয়ায় ভর করে চলছে। দেশের ক্রিকেট নিয়ে এমন ব্যঙ্গ খোদ সমর্থকরাই করেন। ক্রিকেটারও এ বিষয়ে বেশ ভালোই ওয়াকিবহাল। নিজেদের এমন দুর্দশা নিয়ে খোদ সাকিব হাসানও মজা করতে ছাড়লেন না। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সাকিবরা। এর আগে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত আছে দল। টেক্সসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। সেই অনুশীলনেই সাকিব নিজেই বাংলাদেশ দলকে ব্যঙ্গ করে বসলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close