ক্রীড়া ডেস্ক
এটিপি ফাইনালস
রেকর্ড শিরোপা জিতল জকোভিচ

প্রথম ইতালিয়ান হিসেবে এটিপি ফাইনালসের শিরোপা লড়াইয়ে ওঠা ইয়ানিক সিনার এবার পারলেন না নিজেকে মেলে ধরতে। নোভাক জকোভিচকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেননি তিনি। সরাসরি সেটে জিতে শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা। ইতালির তুরিনে রবিবার ফাইনালে ৬-৩, ৬-৩ সেটে জিতেছেন জকোভিচ। দ্বিতীয় সেটে যা একটু প্রতিরোধ গড়তে পারেন সিনার, কিন্তু র্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড়কে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না মোটেও। র্যাংকিংয়ের সেরা আট খেলোয়ার নিয়ে হওয়া মৌসুম শেষের এই টুর্নামেন্টে রেকর্ড সাতবার শিরোপা জিতেলেন জকোভিচ। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা রেকর্ডের এই পাতায় পেছনে ফেললেন সুইস গ্রেট রজার ফেদেরারকে। ইতালিয়ান প্রতিপক্ষকে তার কোর্টে হারিয়ে মৌসুম শেষ করতে পেরে দারুণ খুশি জকোভিচ। দুর্দান্ত একটি সপ্তাহ পার করার আনন্দ অনুভব করছেন ৩৬ বছর বয়সি তারকা।
খুবই বিশেষ কিছু। নিঃসন্দেহে ক্যারিয়ারে কাটানো সেরা মৌসুমগুলোর মধ্যে একটি এটি। এই সপ্তাহে লোকাল হিরো ইয়ানিককে হারিয়ে মুকুট জেতা ফেনোমেনাল। ‘কৌশলগতভাবে গ্রুপ পর্বের ম্যাচগুলোর চেয়ে আজ ফাইনালে ইয়ানিকের বিপক্ষে ভিন্নভাবে খেলেছি আমি। সব মিলিয়ে দুর্দান্ত একটা সপ্তাহ গেল।’
"