ক্রীড়া ডেস্ক

  ২১ নভেম্বর, ২০২৩

গ্রুপ সেরা স্পেন

পর্তুগালের দশে দশ

২০২৪ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ইউরোর বাছাইপর্বের ম্যাচে পরশু রাতে মাঠে নেমেছিল দুই জায়ান্ট পর্তুগাল ও স্পেন। কাঙ্ক্ষিত জয় নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। আইসল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করেছে পর্তুগাল। এর মাধ্যমে ১০ ম্যাচের সবগুলোতে জিতে আসন্ন ইউরোর বাছাইপর্ব শেষ করল ২০১৬ সালের শিরোপাজয়ী দল।

লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে আইসল্যান্ডকে পাত্তাই দেয়নি পর্তুগাল। বল দখল এবং আক্রমণে এগিয়ে থেকে ম্যাচজুড়ে সফরকারী দলের রক্ষণে ভীতি ছড়িয়েছে স্বাগতিকরা। বিপরীতে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি আইসল্যান্ড।

দুই অর্ধে সমান একটি করে গোলের দেখা পায় পর্তুগাল। ৩৭ মিনিটে প্রথমবারের মতো অপেক্ষা ফুরায় স্বাগতিকদের। ডি বক্সের বাইরে বার্নার্দো সিলভার কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে বল জালে জড়ান ব্রুনো ফার্নান্দেজ। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগিজরা। সহজ সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন রিকার্ডো হোর্তা।

‘জে’ গ্রুপের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করেছেপর্তুগাল। দলটির নামের পাশে শোভা পাচ্ছে ৩০ পয়েন্ট। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে স্লোভাকিয়া।

এদিকে ঘরের মাঠ জোসে জোরিল্লা স্টেডিয়ামে ডেকে এনে জর্জিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে স্পেন। এর মাধ্যমে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে ইউরো বাছাইপর্ব শেষ করল স্প্যানিশরা। আট ম্যাচে সাত জয় পাওয়া দলটির সংগ্রহ ২১ পয়েন্ট। ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে স্কটল্যান্ড।

চতুর্থ মিনিটে রবিন লে নরমান্ডের গোলে ম্যাচে লিড নেয় স্বাগতিকরা। দশম মিনিটে হাভিচা জালের দেখা পেলে ম্যাচে ফেরে জর্জিয়া। ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে দুই দল।

বিরতি থেকে ফেরার ১০ মিনিটের মাথায় দ্বিতীয়বারের মতো স্পেনকে এগিয়ে নেন ফেররারন তোরেস। ৭২ মিনিটে স্বাগতিকদের গোল উপহার দেয় জর্জিয়া। নিজেদের জালে বল পাঠান অতিথিদের ডিফেন্ডার লুকা লোকোসভিলি। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি জর্জিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close