ক্রীড়া ডেস্ক

  ২১ নভেম্বর, ২০২৩

প্রতিক্রিয়া

‘বিশ্বকাপ সবকিছুর ঊর্ধ্বে’

চাইলেও বোধহয় ২০২৩ সালটা ভুলতে পারবেন না প্যাট কামিন্স। এ বছর তার নেতৃত্বে তিনটা শিরোপা জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। এর শুরুটা হয়েছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ জয়। সর্বশেষ পরশু রাতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল অস্ট্রেলিয়া। আইসিসি বিশ্বকাপকে বছরের আগের দুই শিরোপা থেকে এগিয়ে রাখছেন অজি সেনাপতি কামিন্স।

স্বপ্নের ফাইনালে ভারতকে হারানোর পর সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘বিশ্বকাপ জেতা বিশাল ব্যাপার। আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ চূড়া হলো ওয়ানডে বিশ্বকাপ জয়। বিশেষ করে ভারতের মাটিতে। এখানে এতো বিশালসংখ্যক দর্শকের সামনে বিশ্বকাপ জেতা সত্যিই বিরাট কিছু।’

‘আমাদের সবার জন্য এ বছরটা বিশেষ কিছু। আমাদের দল এবার ভারতে এসে যা করল, এর আগে অ্যাশেজ, টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এরপর বিশ্বকাপ, সবমিলিয়ে এটা অনেক বড় এবং এ মুহূর্তগুলোই সবাই আজীবন লালন করে।’

‘আমরা বিশ্বকাপের শেষের জন্য নিজেদের সেরাটা রেখে দিয়েছিলাম। পুরো টুর্নামেন্টে আমরা আগে ব্যাটিং করেছি। অবশ্য রান তাড়া করতে নামার জন্য ফাইনাল ম্যাচটা দারুণ ছিল। আমরা যতটা ভেবেছিলাম উইকেট ততটা সহায়ক ভূমিকা পালন করেনি। ছেলেরা তাদের সেরা ক্রিকেট উপহার দিয়েছে।

সবাই মাঠে নিজেদের উজাড় করে দিয়েছে।’

ম্যাচে নিজের অবস্থা নিয়েও কথা বলেছেন কামিন্স, ‘যারা স্নায়ুচাপে ভুগছিল আমি তাদের একজন। যদিও হেড ও লাবুশান ম্যাচটাকে এগিয়ে নিয়ে গেছে। হাত ভেঙে যাওয়ার পরও হেডের ওপর নির্বাচকদের ভরসা ছিল। ওকে দলে নেওয়া ঝুঁকিপূর্ণ ছিল। শেষ পর্যন্ত সে দারুণভাবে কাজে লাগল। তার ব্যাটিং দেখা দারুণ।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close