ক্রীড়া ডেস্ক

  ২১ নভেম্বর, ২০২৩

প্রতিক্রিয়া

রোহিতের ‘আত্মসমর্পণ’

ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে কী দারুণভাবেই না ছুটে যাচ্ছিল ভারত। গ্রুপ পর্বে নয়, ম্যাচের সবকটিতে জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় নীল জার্সিধারীরা। এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটে ভারত। এমন ফর্ম দেখে সবাই ধরেই নিয়েছিল হয়তো তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিততে চলেছে ভারত। সে ধারণা বাস্তবে প্রমাণ হতে দেয়নি অস্ট্রেলিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচে আয়োজকদের ছয় উইকেটে হারিয়েছে ক্যাঙ্গারুরা।

টানা ১০ জয়ের পর ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে হারায় খুব স্বাভাবিকভাবেই স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। যদিও ফাইনালে পরাজয়ের জন্য নিজেদের দায়ী করছেন ভারত দলপতি রোহিত শর্মা। জানিয়েছেন, যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে পারেনি তার দল।

ম্যাচ শেষে রোহিত বলেন, ‘ফাইনাল ম্যাচে ফলাফল আমাদের হয়ে কথা বলেনি। আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমরা সব রকমের চেষ্টা করেছি। এটা হওয়ার কথা ছিল না। আরো ২০ থেকে ৩০ রান বেশি হলে ভালো হতো। রাহুল ও কোহলির জুটিটা আমাদের জন্য ভালো ছিল।’

‘আমাদের ২৭০ থেকে ২৮০ রান করার লক্ষ্য ছিল। অবশ্য দুর্ভাগ্যজনকভাবে আমরা উইকেট হারিয়ে ফেলেছিলাম। যখন আপনি বোর্ডে ২৪০ রান তুলবেন তখন প্রতিপক্ষের উইকেট নিতে হবে। হেড ও লাবুশান দারুণ ব্যাটিং করেছে। ওদের দুজনকে কৃতিত্ব দিতে হবে। তারা আমাদের খেলা থেকে পুরোপুরিভাবে ছিটকে দিয়েছে।’

‘আমরা নিজেদের জায়গা থেকে সেরা চেষ্টাটাই করেছি। আমার মনে হয় রাতে ব্যাট করার জন্য উইকেট কিছুটা ভালো ছিল। তাই বলে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমরা স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পারিনি। পেসারদের কারণে আমরা শুরুতে তিনটা উইকেট নিয়েছিলাম।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close