ক্রীড়া ডেস্ক

  ১৯ নভেম্বর, ২০২৩

অস্ট্রেলিয়া ফ্যাক্টফাইল

বিশ্বকাপে একমাত্র দেশ হিসেবে হ্যাটট্রিক শিরোপা জয় করার কৃতিত্ব রয়েছে অস্ট্রেলিয়ার। আজ রবিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের যাত্রা শুরু করতে যাচ্ছে প্যাট কামিন্সের দল।

বিশ্ব র‍্যাংকিং : ৩

দলের সর্বোচ্চ রান সংগ্রাহক : ডেভিড ওয়ার্নার : ৬৩৯৭ রান, সর্বোচ্চ রান : ১৭৯, গড় : ৪৫.০৪, সেঞ্চুুরি ২০, হাফসেঞ্চুরি ৩১

দলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক : মিচেল স্টার্ক : ২২০ উইকেট, সেরা বোলিং : ৬-২৮, গড় : ২২.২৩

বিশ্বকাপ পারফরম্যান্স

১৯৭৫ : রানার্সআপ

১৯৭৯ : গ্রুপ পর্ব

১৯৮৩ : গ্রুপ পর্ব

১৯৮৭ : চ্যাম্পিয়ন

১৯৯২ : রাউন্ড রবিন পর্ব

১৯৯৬ : রানার্সআপ

১৯৯৯ : চ্যাম্পিয়ন

২০০৩ : চ্যাম্পিয়ন

২০০৭ : চ্যাম্পিয়ন

২০১১ : কোয়ার্টার ফাইনাল

২০১৫ : চ্যাম্পিয়ন

২০১৯ : সেমিফাইনাল

ভারত ফ্যাক্টফাইল

তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে আজ রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক ভারত।

বিশ্ব র‍্যাংকিং : ১

বিশ্বকাপ পারফরম্যান্স

১৯৭৫ : গ্রুপ পর্ব

১৯৭৯ : গ্রুপ পর্ব

১৯৮৩ : চ্যাম্পিয়ন

১৯৮৭ : সেমিফাইনাল

১৯৯১ : রাউন্ড রবিন পর্ব

১৯৯৬ : সেমিফাইনাল

১৯৯৯ : সুপার সিক্স

২০০৩ : রানার্সআপ

২০০৭ : গ্রুপ পর্ব

২০১১ : চ্যাম্পিয়ন

২০১৫ : সেমিফাইনাল

২০১৯ : সেমিফাইনাল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close