ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছেন সোহান

বিশ্বকাপ শেষ করে বাংলাদেশের ক্রিকেটাররা এখন বিশ্রামে আছেন। তবে ২৮ নভেম্বর থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এ সিরিজে দুটি টেস্ট খেলবে টাইগাররা। চোটের কারণে এ টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। এবার কন্যাসন্তানের বাবা হওয়ার কারণে পরিবারকে সময় দিতেই বিসিবির কাছে ছুটি চেয়েছেন লিটন। যতটুকু খবর বিসিবিও তাতে সায় দিয়েছে!
লিটন না থাকায় নতুন অধিনায়ক এবং একজন উইকেটকিপার ব্যাটার খুঁজতে হবে বিসিবিকে। সেক্ষেত্রে নুরুল হাসান সোহান হতে পারেন প্রথম পছন্দ। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনাই বেশি। কারণ চলমান জাতীয় লিগে ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম আছেন তিনি। এদিকে অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে খানিকটা বিপাকেই পড়তে হতে পারে বিসিবিকে। টেস্টের অধিনায়ক হওয়ার দৌড়ে ওপরের সারিতে আছেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত বোর্ড কাকে বেছে নেয় সেটাই দেখাই বিষয়। ধারণা করা হচ্ছে, শান্তই এগিয়ে রয়েছেন টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে।
"