ক্রীড়া ডেস্ক

  ১৮ নভেম্বর, ২০২৩

গাঙ্গুলীর চোখে ভারতকে থামানো কঠিন

গ্রুপ পর্বে ৯ ম্যাচের সবক’টিতে জয়; সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে ভারত টিকিট পেয়ে গেছে ফাইনালের। এবারের বিশ্বকাপে প্রায় নিখুঁত ক্রিকেট খেলেই ফাইনালে উঠেছে ভারত। রোহিত শর্মা এবং শুভমান গিল উড়ন্ত সূচনা এনে দিচ্ছেন; ব্যাটিংয়ে বাকি কাজ সারছেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল। বাকিদের খুব বেশি ব্যাটিংয়ের প্রয়োজনই পড়ছে না।

সাতে থাকা রবীন্দ্র জাদেজা তো বেশিরভাগ ম্যাচে প্যাড পরে, হেলমেট নিয়ে ডাগ-আউট গরম করেছেন। ব্যাটারদের তাণ্ডবের পর ম্যাচ জিততে দুর্দান্ত বোলিংয়ের প্রয়োজন। সেই কাজটা একেবারে ষোলোআনা করছেন মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ। স্পিনাররা সুবিধা পেলে তো কথাই নেই। জাদেজা এবং কুলদীপ যাদবকে খেলাটা প্রতিপক্ষের ব্যাটারদের জন্য দুরূহ হয়ে ওঠে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারত। শিরোপা জিততে মাত্র এক কদম দূরে রোহিতের দল। আহমেদাবাদে পাঁচবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ২০১১ সালের আরো একবার শিরোপা ঘরে তুলবে তারা।

ঘরের মাঠ, টুর্নামেন্টজুড়ে নিখুঁত ক্রিকেট খেলায় ফাইনালে ফেভারিট হিসেবেই খেলতে নামবে ভারত। গ্রুপ পর্বে হারলেও আহমেদাবাদের ফাইনালে অস্ট্রেলিয়া যে ছেড়ে কথা বলবে না, সেটা নিশ্চিত। সৌরভ গাঙ্গুলী মনে করেন, ভারত পুরো বিশ্বকাপে যেভাবে খেলেছে, সেভাবে খেললে তাদের থামানো কঠিন হবে। এ প্রসঙ্গে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘এ মুহূর্তে ভারতকে বিধ্বংসী দেখাচ্ছে। আহমেদাবাদের জন্য তাদের আমি শুভ কামনা জানাই। এবারের টুর্নামেন্ট ভারত দারুণ খেলেছে। শিরোপা জিততে তারা মাত্র একটি ম্যাচ দূরে।’

‘বিশ্বকাপ ট্রফি এবং ভারতের মাঝে শুধু অস্ট্রেলিয়া দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত ভারত যেভাবে খেলেছে, তারা যদি সেভাবে খেলতে থাকে, তাহলে তাদের থামানো কঠিন হবে। এটা দারুণ একটা ম্যাচ হবে। কারণ অস্ট্রেলিয়াও খুব ভালো দল।’ এবারের বিশ্বকাপের শুরুটা ভালো করতে না পারলেও শেষ পর্যন্ত ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে হারার পর শেষ ৭ ম্যাচের ৭টিতে জয়। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বিষাদে পুড়িয়ে ফাইনালে উঠেছে অজিরা। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ষষ্ঠ শিরোপার লড়াইয়ে নামবে প্যাট কামিন্সের দল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close