ক্রীড়া প্রতিবেদক

  ১৭ নভেম্বর, ২০২৩

ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশের অর্জন চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট

সেমিফাইনালে ওঠার আশা বাংলাদেশের পুরোপুরি শেষ হয় বিশ্বকাপ ক্রিকেটের মাঝপথে। তবে অন্য এক লড়াই বেশ কিছুদিন টিকে ছিল সাকিব আল হাসানদের। বিশ্বকাপের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নির্ধারিত হচ্ছে বলেই তা নিশ্চিত করার লড়াইয়ে ছিল লাল-সবুজের দলটি। অবশেষে ওই ট্রফির টিকিট নিশ্চিত হলো বাংলাদেশের বিশ্বকাপে অষ্টম স্থান লাভ করে।

৬ নভেম্বর বাংলাদেশ এবারের বিশ্বকাপে তাদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে জয়লাভ করে। এর আগে, ৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে জয় পায় এবারের বিশ্বকাপে সাড়াজাগানো দল আফগানিস্তানের বিরুদ্ধে। বাকি সাত ম্যাচেই পরাজিত হন সাকিবরা। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, স্বাগতিক হিসেবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে সরাসরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আটটি দল। বাকি সাতটি দল চূড়ান্ত হয় চলতি বিশ্বকাপ থেকে। ফলে বিশ্বকাপের লিগপর্বের ম্যাচে একদিকে চলে সেমিফাইনালে ওঠার লড়াই, আরেকদিকে চলে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করার চেষ্টা। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সেমিফাইনালে ওঠায় তারা চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়ে যায়।

এছাড়া ষষ্ঠ আফগানিস্তান, সপ্তম ইংল্যান্ড ও অষ্টম বাংলাদেশ নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। তবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি কাগজে-কলমে নিশ্চিত হয় লিগপর্বের শেষ ম্যাচে। এই ম্যাচে যদি নেদারল্যান্ডস জিতে যেত কিংবা ম্যাচটি পরিত্যক্ত বা টাই হলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হতো না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close