ক্রীড়া ডেস্ক
০৪ অক্টোবর, ২০২৩
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে শঙ্কা!
প্রথা অনুযায়ী প্রতি বিশ্বকাপের আগেই হয়ে থাকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু শেষ মুহূর্তে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এবছর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না! তার পরিবর্তে ভারত-পাকিস্তান মহারণের আগে কিংবা বিশ্বকাপ শেষে জমকালো আয়োজনের কথা ভাবছে আয়োজক ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআইয়ের এমন অদ্ভুত ভাবনার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। মঙ্গলবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে বিষয়টি জানায় এই গণমাধ্যমটি। আজ ৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠানের। ৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে আগেরবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন