ক্রীড়া ডেস্ক

  ০৩ অক্টোবর, ২০২৩

শিরোপা ঘরে তুলতে যে ছকে অস্ট্রেলিয়া

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার শক্তিশালী দল নিয়েই ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে পা রেখেছে ভারতে। বর্তমান অস্ট্রেলিয়া দলের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে তাদের ব্যাটিং লাইনআপের বিস্তৃতি ৮ নম্বর পর্যন্ত। উপমহাদেশের মাটিতে বরাবরই স্পিনাররা বাড়তি সুবিধা পান। সেই পরিকল্পনায়ই অস্ট্রেলিয়া দলে আছেন অ্যাডাম জাম্পা। দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও।

অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ খেলবে স্পিনবান্ধব কন্ডিশন হিসেবে পরিচিত চেন্নাই ও লক্ষেèৗতে। এর মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটি চেন্নাইয়ে। শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে তারা খেলবে লক্ষেèৗতে। অস্ট্রেলিয়া দলের ভারসাম্য বাড়িয়েছেন মূলত অলরাউন্ডাররা। বিশেষ করে মার্কাস স্টইনিস, মিচেল মার্শ ও ম্যাক্সওয়েলের মতো অলরাউন্ডার যেকোনো মুহূর্তে ব্যাটে-বলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন অ্যাস্টন অ্যাগার। যদিও চোটের কারণে ঠিক আগ মুহূর্তে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। বিশ্বকাপ দলে তার জায়গা নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মার্নাস ল্যাবুশেন।

হাতের ইনজুরি নিয়েই বিশ্বকাপ দলের সঙ্গে ভারতে গেছেন অজি ব্যাটার ট্রাভিস হেড। ফলে বিশ্বকাপের শুরুর কয়েক ম্যাচে ডেভিড ওয়ার্নারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে দেখা যেতে পারে মিচেল মার্শকে। সর্বশেষ ভারত সিরিজেও মার্শকে ওয়ার্নারের সঙ্গে ওপেনিং করতে দেখা গেছে। তবে মিডলঅর্ডারে ব্যাট করে ব্যর্থ হয়েছেন গ্রিন। তবে স্টিভেন স্মিথ, ল্যাবুশেন ও ট্রাভিস হেডরা অস্ট্রেলিয়ার হাল ধরতে পারেন শক্তভাবে।

চোখ থাকবে যাদের দিকে :

ডেভিড ওয়ার্নার : অস্ট্রেলিয়ার ব্যাটিং-লাইনআপের মেরুদণ্ড ধরা হয় ওয়ার্নারকে। বিশ্বকাপে প্রতি ম্যাচে অস্ট্রেলিয়ার শুরুটা কেমন হবে তা নির্ভর করবে ওয়ার্নারের ব্যাটের ওপর। চলতি বছর ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এ ওপেনার। ৯ ম্যাচ খেলে করেছেন ৩৯০ রান। গড় ৪৩.৩৩। আর স্ট্রাইক রেট ১১৯.২৬। এর মধ্যে একটি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি করেছেন এ বাঁহাতি ব্যাটার।

মিচেল মার্শ : বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আপৎকালীন ওপেনার হিসেবে দেখা যেতে পারে মার্শকে। ব্যাটে-বলে দুই হাতেই অবদান রাখতে পারেন তিনি। তবে ব্যাট হাতেই এ বছর বেশি সময় যাচ্ছে তার। ১০ ম্যাচে ৪৬.৩৩ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৪১৭ রান। স্ট্রাইক রেট ১২১.৫৭। এ সময়ের মধ্যে ৪টি হাফসেঞ্চুরি পেলেও কোনো সেঞ্চুরি পাননি এ অজি ব্যাটার।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল : প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস ল্যাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close