ক্রীড়া প্রতিবেদক

  ০৩ অক্টোবর, ২০২৩

সাকিব শতভাগ ফিট ফিরছেন প্রথম ম্যাচে

গৌহাটি গিয়ে ওয়ার্মআপে ফুটবল খেলতে গিয়ে চোট পান সাকিব আল হাসান। চোট কতটা গুরুতর তা দলের পক্ষে জানানো না হওয়ায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। দুই প্রস্তুতি ম্যাচে বিশ্রাম নেওয়া বাংলাদেশ অধিনায়কের অবস্থার হালচাল জানালেন সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিনি জানিয়েছেন, সাকিবকে নিয়ে কোনো শঙ্কা নেই, শতভাগ ফিটই আছেন। গত শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিন আসে সাকিবের চোটের খবর। তবে সেই চোট কতটা কি তা কেউই পরিস্কার করছিলেন না।

দলীয় সূত্র জানায়, ঝুঁকি না নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বিশ্রামে রাখা হবে সাকিবকে। সেটাই করা হয় এদিন। টস করতে এসে সাকিব প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত জানান, ‘সাকিব খেলার মতো পুরোপুরি ফিট আছেন, তিনি শতভাগ ফিট আছেন। প্রথম ম্যাচ থেকেই খেলার জন্য এভেইলেবল।’

গৌহাটিতে গতকাল দ্বিতীয় ম্যাচ খেলার পর মঙ্গলবার বিশ্বকাপে মূল আসরের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায় যাবে বাংলাদেশ। সেখানে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close