ক্রীড়া ডেস্ক
হার্শার চোখে বিশ্বকাপে চমক দেখাবেন শান্ত-মিরাজ

এবার বিশ্বকাপে কারা কোন দলের হয়ে আলো ছড়াবেন, সেই বিশ্লেষণে প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে বাংলাদেশের বেলায় বেছে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজকে। তার মতে, সাকিব আল হাসান, লিটন দাসদের বাইরে শান্ত-মিরাজ হতে পারেন বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের হয়ে বিশ্বকাপ নিয়ে নানা বিশ্লেষণ করছেন হার্শা। ১০ দলের অন্তত দুজন করে ‘প্লেয়ার টু ওয়াচ’ বেছে নিতে একটি ভিডিও বিশ্লেষণ করেছেন তিনি।
বাংলাদেশের বেলায় বিশদ ব্যাখায় এ ক্রিকেট বিশ্লেষক তুলে ধরেন নানাদিক, ‘সাকিব আল হাসানের খেলা দেখতে আমার ভালো লাগে। মাঠের বাইরে সে টেম্পারমেন্টাল। কিন্তু মাঠের ভেতরে নিখুঁত। তিনি গত বিশ্বকাপে ৬০০-এর বেশি রান করেছেন। তবে বাংলাদেশকে যদি ভালো করতে হয় সাকিবের বাইরেও অনেক পারফরম্যান্স লাগবে।’
সাকিবের বাইরে দলের জয়ে প্রভাবক হতে পারেন এমন খেলোয়াড়দের খতিয়ে দেখে দুজনকে আলাদা করেন তিনি, ‘সাকিবের বাইরে কারা আছে? আমি লিটন দাসের বড় ভক্ত, মুশফিকুর রহিম আছেন অনেক দিন ধরে। কিন্তু আমি বেছে নেব অন্য দুজনকে। খুবই মুগ্ধ করার মতো ধারাবাহিক এখন শান্ত। তিনি ওপেন করুন বা তিনে খেলুন, তিনি খেলাটাকে টেনে নিতে পারছেন। বাংলাদেশের অনেক খেলোয়াড় যেমন এসে আলো ছড়িয়েই আবার নিভে যায়, শান্ত বরং ধীরে ধীরে বিকশিত হচ্ছেন। তিনি মুশফিক ও সাকিবের কাছ থেকে চাপটা নিতে পারছেন।’
হার্শার বিশেষ প্রশংসা পেয়েছেন মিরাজ। তার মতে, সাকিব আল হাসানের জায়গাটা আগামীতে নিতে প্রস্তুত এ অলরাউন্ডার, ‘আমি আরেকজন অলরাউন্ডারের কথা বলব। মেহেদী হাসান মিরাজ। আমি তাকে প্রথমে টেস্ট ম্যাচে দেখেছি। একদম জুতসই টেস্ট ম্যাচ অফস্পিনার। তাকে আমরা এখন দারুণ সব ইনিংস খেলতে দেখি। আমার মনে হয় মিরাজের মধ্যে পরের সাকিব হওয়ার নির্যাস আছে।’
এদিকে শেষ চার ম্যাচে তিন অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটে কিছুটা পরীক্ষার মধ্য দিয়েই যাচ্ছে, সেটা বোঝাতে এ একটা লাইনই হয়তো যথেষ্ট। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক ছিলেন লিটন কুমার দাস। তৃতীয় ম্যাচে এসেছেন নাজমুল হোসেন শান্ত। এরপর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে দেখা গেছে মেহেদী হাসান মিরাজকে।
বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আবার অধিনায়কের ভূমিকায় ফিরেছেন নাজমুল শান্ত। মূল অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্রাম আর চোটজনিত কারণেই মূলত অধিনায়কের পদে এত রদবদল। কিউইদের বিপক্ষে ছিলেন না সাকিব বিশ্রামের কারণে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফেরার কথা থাকলেও তা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন ফুটবল খেলতে গিয়ে চোট পান টাইগার দলপতি। এদিন গৌহাটিতে টস সেশনে জস বাটলারের পাশে দেখা গেছে ইনজুরিফেরত এ ব্যাটারকে। টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। টপঅর্ডারের দৃঢ়তায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল টাইগাররা। যদিও গোড়ালির ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক সাকিব। ইংলিশদের বিপক্ষে ম্যাচেও নেই তিনি। তবে টস চলাকালে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত জানান, বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পুরোপুরি ফিট সাকিব। বিশ্বকাপের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের পর সেই ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবেন সাকিব।
"