ক্রীড়া প্রতিবেদক

  ২২ সেপ্টেম্বর, ২০২৩

ফল নিয়ে শঙ্কিত নন ক্যাবরেরা

ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেও পয়েন্ট আদায় করতে পারল না বাংলাদেশ। ৮২ মিনিট পর্যন্ত ভারতের আক্রমণ মোকাবিলা করেছে বাংলাদেশের রক্ষণভাগ। ছেত্রীদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিলেন মিতুল মারমা। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তিনি। ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করলেন সুনীল ছেত্রী। সেই একমাত্র গোলেই জিতল ভারত। বাংলাদেশের এ হারে ভেস্তে গেল এশিয়াডে টিকে থাকার লড়াই।

ম্যাচের ১১ মিনিটে সহজ এক হেডে সুযোগ হারান ভারত অধিনায়ক। ভারতের আক্রমণে প্রথমার্ধে তেমন বলই পায়নি বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মিনিটে টানা তিনবার ভারতকে গোলবঞ্চিত করেছেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। ৪৫ মিনিটে সুনীল ছেত্রীর শট ঠেকান মিতুল, ফিরতি বলে শট নেন আবদুল রবি। মিতুল ফেরান সেই শটও। সেখান থেকে আয়ুষ দেব ছেত্রীর ভলিতে হেড নেন সুযোগের অপেক্ষায় থাকা ফরোয়ার্ড রাহুল প্রাভিন। মিতুল ফিস্টে ঠেকান সেই শটও। খেলার ৬৪ মিনিটে ব্রাইস ফাউলের শিকার হলে বিপজ্জনক জায়গায় ভারত ফ্রিকিক পায়। কিনশের শট বারে লেগে ফেরে। ম্যাচের ৮৩ মিনিটে ব্রাইসকে ফাউল করেন বাংলাদেশ অধিনায়ক রহমত মিয়া। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে কয়েকজন খেলোয়াড় সিদ্ধান্তের বিরুদ্ধে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেন। মজিবুর রহমান জনি দেখেন হলুদ কার্ড। মিনিট দুই পর ভারতের তারকা সুনীল ছেত্রী লক্ষ্যভেদ করেন।

প্রথম ম্যাচে হাসান মুরাদ নিজেদের জালেই বল জড়িয়ে দেয়ায় মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে হাভিয়ের ক্যাবরেরার দল।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন। বড় সম্মেলনকক্ষে সাংবাদিক বাংলাদেশের কয়েকজন। সেই সম্মেলন কক্ষে পরাজিত কোচ বাংলাদেশের হ্যাভিয়ের ক্যাবরেরাই আসলেন সবার আগে। টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বিদায়ের পথে থাকলেও কোচের চেহারায় অবশ্য সেটা দৃশ্যমান ছিল না। কোচ তার প্রাথমিক বক্তব্যে বলেন, ‘আমাদের খেলোয়াড়রা দুই ম্যাচেই ভালো খেলেছে। বিশেষ করে এ ম্যাচে গোলরক্ষক (মিতুল মারমা) দুর্দান্ত খেলেছে। এ টুর্নামেন্ট থেকে আমাদের প্রাপ্তি জাতীয় দলের জন্য নতুন খেলোয়াড় খুঁজে পাওয়া।’ কোচ নতুন খেলোয়াড় খুঁজে পাওয়ার ক্ষেত্রে প্রাপ্তি দেখলেও বাংলাদেশ গত এশিয়াডে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলে ইতিহাস করেছিল। এবার দুই ম্যাচ হেরে তারা বিদায়ের পথে। এ প্রসঙ্গে কোচের মন্তব্য, ‘আমরা ফল নিয়ে খুব বেশি শঙ্কিত ছিলাম। দুটি ম্যাচই আমরা জয়ের মতো অবস্থায় ছিলাম। ৬ পয়েন্টও থাকতে পারত বাংলাদেশের।’ প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল আত্মঘাতী গোলে। পেনাল্টির গোলে হার আজকের ম্যাচে। ফিলিপাইনের রেফারির পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে খানিকটা প্রশ্নবিদ্ধ হলেও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এ নিয়ে প্রশ্ন তুলতে চাইলেন না, ‘রেফারিং ও পেনাল্টি নিয়ে আমি অভিযোগ করব না। ম্যাচে এরকম কিছু হতে পারে এবং সবাই দেখেছে।’ এশিয়ান গেমসের দলে মোরসালিন-রাকিবের মতো ফুটবলাররা আসতে পারেননি। তারা থাকলে ফল অন্যরকম হতো কিনা- এমন প্রশ্নের উত্তরে কোচ বলেন, ‘এ টুর্নামেন্টটি ফিফা উইন্ডোর বাইরে। তাই ক্লাবের আন্তর্জাতিক সূচিতে খেলোয়াড় না ছাড়ার সিদ্ধান্ত যৌক্তিক। তাদেরও আন্তর্জাতিক সূচি রয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close